বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) একদম অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি আমরা। ইতিমধ্যেই সেমিফাইনালের পর্ব মিটিয়ে পাওয়া গিয়েছে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে। যেখানে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে (Afghanistan) পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। পাশাপাশি, দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) হারিয়ে দিয়ে ভারত (India) পৌঁছেছে ফাইনালে।
এমতাবস্থায়, রবিবার সম্পন্ন হতে চলেছে চলতি বছরের T20 বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ। এদিকে, ফাইনাল ম্যাচের আগে সামনে এসেছে বড় আপডেট। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে রোহিত বাহিনী। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচটি সম্পন্ন হবে বার্বাডোজে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের T20 বিশ্বকাপে সমগ্র টুর্নামেন্ট জুড়েই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেননি রোহিত শর্মারা। এমতাবস্থায়, আর একটি ম্যাচ জিতলেই কাপ হাসিল করে ফেলবে টিম ইন্ডিয়া। আর সেই জন্যই সব দিক থেকে সতর্ক থেকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাজানো হচ্ছে দল। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচকে ঘিরে অনুরাগীদের মধ্যেও রয়েছে প্রবল উত্তেজনা। সেই আবহেই অনুমান করা হচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে ভারতীয় দলে আসতে পারেন নতুন খেলোয়াড়।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের মুখে এবার চওড়া হাসি! লাফিয়ে বাড়বে বেতন, বড় পদক্ষেপ EPFO-র
মূলত, ফাইনাল ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন শিবম দুবে। সমগ্র টুর্নামেন্টে তিনি খুব একটা নজর কাড়তে পারেননি। আর সেই কারণেই ফাইনাল ম্যাচে তাঁকে বাদ দিয়েই দল সাজাতে পারে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে, দুবের পরিবর্তে দলে কার “এন্ট্রি” হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে যশস্বী জয়সওয়াল হয়তো সুযোগ পেতে পারেন। যদিও, অনুমান করা হচ্ছে যে জয়সওয়ালের পরিবর্তে ফাইনাল ম্যাচ খেলতে পারেন ভারতের তারকা খেলোয়াড় সঞ্জু স্যামসন। এমনিতেই, T20 ক্রিকেটে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি, IPL-এ তিনি রাজস্থান দলের অধিনায়কও। এমতাবস্থায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকেই মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভুলভাবে সিম কিনলেই হবে ৫০ লাখের জরিমানা ও ৩ বছরের জেল, লাগু হল নতুন টেলিকম আইন
ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরাহ।





Made in India