বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে মুসলিমদের পবিত্র মাস রমজান(ramzan)। এই রমজানে সোস্যাল ডিস্টেন্স মেনে করোনা (corona) বিধ্বস্ত দিল্লির (delhi) মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কথা জানিয়েছেন দিল্লির যুব সমাজ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
ইসলামিক ক্যালেন্ডারে সবথেকে পবিত্র মাস হল রমজান। পবিত্র ঈদের আগে এই পবিত্র মাস জুড়ে ধর্মবিশ্বাসী মুসলিমরা পালন করেন রোজা অর্থাৎ উপবাস। রোজ দিনভর রোজা রাখার পরে ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তাঁরা। ইফতারে সাধারণত একসাথে রোজা ভাঙার রীতি প্রচলিত আছে।

কিন্তু এই মুহুর্তে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সোস্যাল ডিস্টেন্স মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। তাই রমজানের দোরগোড়ায় ইতিমধ্যেই মুসলিম ধর্মের বহু শীর্ষ মানুষ অনুরোধ করেছেন এই রমজান সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করতে, রোজা থেকে ইফতার, নামাজ থেকে ঈদ– সবকিছুই লকডাউনের নিয়ম মেনে পালনের অনুরোধ করেছেন তারা। জমায়েত না করতেও অনুরোধ করেছেন তারা।
আর এই পরিস্থিতিতে এক অভিনব মানবিক উদ্যোগ নিলেন দিল্লির কিছু যুবক। তারা ইফতারে খাবার পৌঁছে দিতে চান নিরন্নের মুখে। এমনই এক উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ৩৩ বছরের ইরতিজা কুরেশী। সামাজিক মাধ্যমে রমজানের প্রথম ২০টি রাত ঘুরে ঘুরে দিল্লির বিভিন্ন প্রান্তে বহু পরিবারকে তিনি খাবার পৌঁছে দিতে চেয়ে নেটিজেনদের কাছে আবেদনও করেছেন তিনি। যা ইতিমধ্যেই নেট পাড়ায় প্রশংসা কুড়িয়েছে। অনেকেই সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।





Made in India