বাংলা হান্ট ডেস্ক: বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাগমা অরবিন্দ মোরার্জির নাম আছে। হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, মালায়লম ভাষাসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভোজপুরি সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের সেই জনপ্রিয় অভিনেত্রী নাগমার একটি ভিডিয়ো এবার ভাইরাল হল সোশ্যাল সাইটে।
ভিডিওটি একটি সিনেমার অংশ। সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে নাগমা এবং প্রভুদেবাকে। শুধু তাই নয়, নাগমা এবং প্রভুদেবার সিনেমার যে ক্লিপ টি ভাইরাল হয়, সেখানে তাঁদের কয়েক মুহূর্তের ঘনিষ্ঠ দৃশ্যও দেখা যাচ্ছে। বলিউড অভিনেত্রীর সিনেমার ওই ক্লিপস হঠাৎই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হতে শুরু করে। বহু লোকে সেই ভিডিওটি দেখেছে।
https://youtu.be/LSm5elinkUM
১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম হয় নাগমার। ‘বাগি-আ রেবেল ফর লাভ’ নামে একটি সিনেমা দিয়ে বলিউডে প্রথম পা রাখেন নাগমা। এরপর ৯-এর দশকে সলমন খানের সঙ্গেও তাঁকে বেশ কয়েকবার অভিনয় করতে দেখা যায়। পাশাপাশি ‘সুহাগ’, ‘চল মেরে ভাই’, ‘ইয়ালগার’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা যায় নাগমাকে।
পরবর্তীকালে আচমকাই অভিনয় ছেড়ে রাজনীতির দুনিয়াতে প্রবেশ করেন নাগমা। কংগ্রেসে যোগ দান করেন তিনি।





Made in India