বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতীয় ধনকুবের অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন বেদান্ত গ্রূপ (Vedanta Group) একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতে একটি ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্রের বিকাশের লক্ষ্যে ডিসপ্লে গ্লাস সেক্টরের সাথে যুক্ত ২০ টি কোরিয়ান কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট গ্রূপ। সম্প্রতি সমাপ্ত কোরিয়া বিজ-ট্রেড শো ২০২৩-এ একটি রোডশোর জন্য বেদান্ত গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই অনুষ্ঠানটি কোরিয়ান সরকারের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশান অর্গানাইজেশন KOTRA আয়োজন করেছিল।
কি জানা গিয়েছে: এই প্রসঙ্গে বেদান্তের সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে বিজনেসের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর আকর্ষ কে হেব্বার একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ২০ টি কোরিয়ান কোম্পানির সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, ৫০ টিরও বেশি কোরিয়ান কোম্পানি বেদান্তের সাথে অংশীদারিত্বের জন্য আগ্রহ প্রদর্শন করেছে।
তৈরি হবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ: ওই বিবৃতিতে, হেব্বার ভারতে একটি ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং হাব স্থাপনের জন্য বেদান্তের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন এবং সম্ভাব্য অংশীদার ও গ্রাহকদের তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। তিনি বলেন, সরকারের অনুকূল নীতির কারণে ভারতকে একটি ইলেকট্রনিক্স হাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও তিনি জানান, এই প্রস্তাবিত ইলেকট্রনিক্স কেন্দ্রে বেদান্তের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং হাব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। প্রস্তাবিত ইলেকট্রনিক্স ইকোসিস্টেম হাবটিতে ১৫০ টিরও বেশি কোম্পানিকে আকৃষ্ট করার এবং ১,০০,০০০-রও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করার সম্ভাবনা রয়েছে।

গুজরাটে স্থাপন করা হবে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে ২০২২ সালে বেদান্ত এবং ফক্সকনের মধ্যে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে গুজরাটে একটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি একটি ডিসপ্লে ইউনিট স্থাপনের জন্যও আবেদন করেছে বেদান্ত। এই ইউনিটটি মোবাইল ফোন, টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল পণ্যের স্ক্রিন তৈরি করার কাজ করবে।





Made in India