বাংলা হান্ট ডেস্ক: ছিলেন শ্রমিক, কিন্তু হয়ে গেলেন একদিনের “কোটিপতি”! হ্যাঁ, শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা এবার ঘটেছে। যেখানে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ইটভাটার শ্রমিক কয়েকঘন্টার জন্য কোটিপতি হয়ে যান। শুধু তাই নয়, এহেন অদ্ভুত ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়েও পড়ে সর্বত্র। এমনকি, হঠাৎ করে এত টাকার মালিক হয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও, কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনাটি সামনে আসে।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে কনৌজ জেলায়। সেখানে ইটভাটায় কাজ করা এক শ্রমিক ভুল করে কোটিপতি হয়ে যান। যদিও, ব্যাঙ্ক তাঁর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা থাকার বিষয়টি অস্বীকার করলেও মিনি ব্রাঞ্চ থেকে বেরোনো স্টেটমেন্টে বারংবার হাজার হাজার কোটি টাকার হিসেব দেখানো হয়।
উল্লেখ্য যে, বিহারীলালের ছেলে ধনিরাম ছিবরামউ তহসিলের কমলপুর গ্রামের বাসিন্দা। রাজস্থানে একটি ইটের ভাটায় কাজ করেন তিনি। সম্প্রতি তিনি তাঁর গ্রামে আসেন। এমতাবস্থায়, গত সোমবার সকালে তিনি ব্যাঙ্কের একটি মিনি ব্রাঞ্চ থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখানেই তাঁর অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক দেখে চমকে যান সবাই। জানা গিয়েছে, তখন ধনিরামের অ্যাকাউন্টে মোট ২,৭০০ কোটি টাকা ছিল। এমতাবস্থায়, তাঁকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখায় গিয়ে বিষয়টি সংশোধন করতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে সরাসরি গ্রামে পৌঁছে সবাইকে বিষয়টি জানাতে থাকেন।
এমনকি, ব্যাঙ্কে গেলেও ভিড় দেখে তিনি ফিরে আসেন বলেও জানা যায়। যদিও, সন্ধ্যেবেলায় ফের অ্যাকাউন্ট যাচাই করার পর জানা যায় যে, সেখানে মাত্র ১২৬ টাকা পড়ে রয়েছে। এই প্রসঙ্গে মিনি ব্যাঙ্ক অপারেটর বিমলেশ জানিয়েছেন যে, ৩১ জুলাই বিকেল ৫ টা ৪২ মিনিটে ওই অ্যাকাউন্টে ছিল ২৭০৭,৮৫,৮১,৩৮৯.২৩২৪ টাকা।

শুধু তাই নয়, ১ আগস্ট সকাল ১১ টা ৩৫ মিনিটের স্টেটমেন্ট অনুযায়ী সেখানে ছিল ৩১০৭,৪৯,৪৫৬২৫.২৩৮৪ টাকা। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এলডিএম অভিষেক সিং জানিয়েছেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার এবং তোলার বিষয়টি ভুল। কারণ, সেই অ্যাকাউন্টে মাত্র ১২৬ টাকা পড়ে রয়েছে।





Made in India