বাংলাহান্ট ডেস্ক : দর্শক ধরে রাখতে নিত্যনতুন টুইস্ট নিয়ে আসে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। গল্পে নতুন নতুন মোড় আনার পাশাপাশি নতুন নতুন চরিত্রের এন্ট্রিও হয় ধারাবাহিকে। এক একটি চরিত্র এক একটি নতুন গল্প নিয়ে আসে। আবার অনেক সময় গল্পের প্রয়োজনে চরিত্রদের মুখ বদলও হয়। আর এই সমস্ত পরিবর্তনের প্রভাব পড়ে টিআরপিতে।
টিআরপি টানতে বড় টুইস্ট সিরিয়ালে (Serial)
টিআরপি এমন এক বস্তু, যা কখন উঠবে কখনই বা পড়বে তা আগের থেকে বলা যায়। দর্শকদের পছন্দ বারে বারে বদলাতে থাকে। মূলত টানটান উত্তেজনার পর্ব (Serial) নিয়ে এসে দর্শকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা করেন নির্মাতারা। অনেক সময় আবার নায়ক নায়িকা বা কোনো পার্শ্ব চরিত্রের রোম্যান্স বা বিচ্ছেদ দেখিয়েও টিআরপি ওঠে। উলটোটাও যে হয় না তাও বলা যায় না।

বড় চমক আসতে চলেছে: এবার জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে (Serial) এমনি টুইস্ট আনা হল যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা। চ্যানেলের যথেষ্ট জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে এটি একটি। প্রথম দিকে টিআরপিতে কিছুটা পিছিয়ে থাকলেও বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ ভালো রকম উঠছে নম্বর। মূলত প্রতিপক্ষ সিরিয়ালের (Serial) স্লট বদল হতেই টিআরপিতে এসেছে বড়সড় বদল। আর এই নম্বরটা ধরে রাখতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা।
আরো পড়ুন : “আমরণ অনশনে” ডাক্তারি পড়ুয়ারা, বাস্তবের ছায়া পড়ল জি এর জনপ্রিয় মেগার গল্পে?
কী চলছে মেগায়: কথা হচ্ছে জি এর অপেক্ষাকৃত নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ি’ নিয়ে। বিগত কয়েক পর্ব ধরে বেশ জমাটি গল্প চলছে সিরিয়ালে (Serial)। ভালোবাসার মরশুমে জোনাকি ঠিক করে, ধ্রুবকে মনের কথাটা জানিয়ে দেবে। সেই মতো নাতিবাবুকে প্রেম নিবেদন করতেই রেগে আগুন হয়ে যায় ধ্রুব (Serial)। স্পষ্ট জানিয়ে দেয়, সে আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। সেই সঙ্গে ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একটি মেয়েকে প্রেম প্রস্তাব দিতে যাচ্ছে ধ্রুব। কিন্তু তার আগেই সে খবর পায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মনের মানুষের। সেই থেকে আর কাউকে ভালোবাসতে পারেনি ধ্রুব।
আরো পড়ুন : ১.৫ কিমি দূরে থেকেই অব্যর্থ নিশানা! ভারতীয় “সাবার”-এর কাছে পাত্তা পেল না মার্কিন অস্ত্রও
এদিকে আরো এক বড় টুইস্ট নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। গল্পে (Serial) এবার এন্ট্রি নিতে চলেছেন ধ্রুবর বাবা অর্থাৎ জোনাকির শ্বশুর জাস্টিস অজয় মিত্তিরের প্রাক্তন প্রেমিকা। জানা গিয়েছে, এই চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীর। এর আগে জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। তবে অসুস্থতার জন্য তিনি ধারাবাহিক ছাড়তে বাধ্য হন। এবার মিত্তির বাড়িতে তিনি নতুন কী খেল দেখাতে চলেছেন সেটাই দেখার।
 
			 
 
    




 Made in India
 Made in India