বাংলাহান্ট ডেস্ক : সোমবার যোগী রাজ্যে শেষ হয়েছে সাত দফার বিধানসভা ভোট। তারপর মঙ্গলবারই ‘ভোট গিয়েছে চুরি’ বলে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব সটান তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। বারাণসীতে ইভিএম বোঝাই একটি ট্রাক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তিনি দাবি করেন যে ভোটের পর ইভিএম মেশিন গুলি চুরির চেষ্টা চালাচ্ছিল বিজেপি। কিন্তু তাঁর এহেন অভিযোগে এবার কার্যতই জল ঢেলে দিল নির্বাচন কমিশন।
মঙ্গলবার গভীর রাতে এই বিষয়ে নিজেদের বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্রে জানানো হয় যে, ‘লরিতে থাকা ওই ইভিএমগুলি গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশিক্ষণের জন্য ৯ মার্চ ব্যবহার করা হবে। কোনও রাজনৈতিক দলের লোকেরা গাড়িটি থামিয়ে গুজব ছড়িয়েছে এবং ভোট চুরির অভিযোগ আনছে।’
उत्तर प्रदेश विधानसभा सामान्य निर्वाचन – 2022
जनपद वाराणसी में आज 8 मार्च 2022 को कुछ इलेक्ट्रॉनिक वोटिंग मशीनों को गाड़ी में ले जाने के संबंध में प्रेस विज्ञप्ति जारी…#ECI#AssemblyElections2022 pic.twitter.com/O854nZT6QE
— CEO UP #DeshKaMahaTyohar (@ceoup) March 8, 2022
প্রসঙ্গত এই ভোট চুরির অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন উত্তরপ্রদেশের বিরোধী দলগুলির প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে রয়েছেন, সপা নেতা নরেশ উত্তম, রাজেন্দ্র চৌধুরী, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি সুপ্রিমো ওম প্রকাশ রাজভর এবং জনবাদী পার্টির সঞ্জয় চৌহান।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবারই শেষ হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। এবারেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যেই। ৪০৩ টি বিধানসভা আসনের এই রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয় পেলেও এবার যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বেশ কিছু সমসাময়িক ইস্যু। ফলে লড়াইটা যে এবার বিজেপির পক্ষে মোটেই সহজ হয়নি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সেখানের বুথ ফেরত সমীক্ষা যদিও বলছে আবারও গেরুয়া ঝড়ই বজায় থাকবে যোগী রাজ্যে। সে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে দ্বিতীয় স্থানে উঠে আসবে সমাজবাদী পার্টি।





Made in India