বাংলা হান্ট ডেস্ক: মুহূর্তে আবহাওয়ার ভোলবদল। গত দুদিন রাজ্যের বেশির ভাগ জেলাতেই ঝলমলে আকাশ ছিল। আজ সকাল থেকেও আকাশ মোটামুটি পরিষ্কার। তবে আবহাওয়া অফিস সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে উত্তর ২৪ পরগণা (North 25 Pargana) জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিস সূত্রে খবর আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই রাজ্যের অধিকাংশ জেলায়। উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ ক্ষীণ বৃষ্টি হতে পারে।
তবে কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সামান্য বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: বছরে দু’বার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কী দিতেই হবে? নতুন নিয়ম নিয়ে যা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
সপ্তাহের শুরুতে সোমবার উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আজ বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। আগামীকালও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।





Made in India