নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ শিয়ালদা ডিভিশনে রেলের টিকিট সহ সর্বত্র বাংলা ভাষার দাবীতে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার রানাঘাট স্টেশনে মিছিল করে এক অবস্থান বিক্ষোভে বসেন ” আমরা বাংগালী ” নামক একটি সংগঠন।
তাদের দাবী বর্তমানে রেলের টিকিটে বাংলা ভাষার কোন উল্লেখ নেই।তাই টিকিটে বাংলা ভাষার দাবীতে সোচ্চার তারা।ইতিমধ্যে এই দাবীতে তারা ডি আর এম শিয়ালদাকে একটি স্মারকলিপি দিয়েছেন।আজ রানাঘাট রেলওয়ে স্টেশন ম্যানেজারকেও একটি স্মারকলিপি জমা দেন।
এখনো অনেক মানুষ আছে রেলের টিকিটে হিন্দি এবং ইংরাজী বুঝতে পারে না।বেশ কয়েকবছর আগেও রেলের টিকিটে বাংলার প্রচলন ছিল কিন্তু তা উঠিয়ে দিয়েছে।





Made in India