বাংলা হান্ট ডেস্ক: টিকটক ও হ্যালো অ্যাপ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২১ টি প্রশ্ন সমেত নোটিশ পাঠানো হলো এই দুই অ্যাপের হত্তাকত্তাদের। প্রশ্নের জবাব ঠিকমতো দিতে না পারলে এই অ্যাপ দুটি বন্ধ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরএসএস এর স্বদেশী জাগরণ মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে বলে, দেশবিরোধী কাজকর্মে ব্যবহৃত হয় এই অ্যাপগুলি। এর পরেই ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক হস্তক্ষেপ করে এই ঘটনায়, টিকটক ও হ্যালো অ্যাপ এর কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে যে এই অ্যাপ গুলির মাধ্যমে ভারতীয় ক্রেতাদের জরুরী তথ্য বিদেশে পাচার করা হয় কিনা, এবং ভবিষ্যতেও এ ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা। এছাড়াও এই অ্যাপগুলি কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে ভুয়ো খবর ঢুকতে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আর কি কি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছেন।
এছাড়াও হ্যালো অ্যাপ এর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় প্রায় ১১ হাজার ভুয়ো রাজনৈতিক খবর প্রচারে তারা বহু টাকা ঢেলেছে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় সরকার তলব করেছে তাদের।
আপাতত কেন্দ্রীয় সরকারের এই তলবের জবাব হিসেবে টিকটক ও হ্যালো অ্যাপ যৌথভাবে জানিয়েছে আগামী তিন বছরের মধ্যে তারা এদেশে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ইচ্ছুক। এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোন দিকে গড়ায়।





Made in India