বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু (tithi basu) নামটা বললে হয়তো অনেকে এক বারে চিনবেন না। কারন তাঁর নিজের নাম দিয়ে তাঁকে চেনেন এমন মানুষ খুব কমই আছেন। তিনি বেশি পরিচিত তাঁর অনস্ক্রিন নামে। ‘ঝিলিক’ (jhilik) নামটা বললে চিনতে পারবেন না এমন প্রায় কেউই নেই।
জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মা’তে ছোট্ট মেয়ে ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বাসুকে। দর্শকদের প্রচুর ভালবাসা ও জনপ্রিয়তায় দীর্ঘদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এটি বাংলা টেলিজগতের অন্যতম সফল ও দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক।
মা ধারাবাহিকের দৌলতেই লাইমলাইটে আসে তিথি। ওই ছোট বয়সে তার তুখোড় অভিনয় মন কেড়েছিল সকলেরই। তারপরেও আরও ধারাবাহিকে অভিনয় করলেও মা-এর মতো দাগ কাটতে সক্ষম হননি।

তবে তাঁর আপাদমস্তক লুক চেঞ্জের জন্য ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিথি। এখন টিনএজে প্রবেশ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দিকেও ঝোঁক হয়েছে তাঁর। প্রায়ই ফটোশুটের জন্য সংবাদ শিরোনামে উঠে আসছেন তিথি।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন তিথি। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে ৫৭ হাজারেরও বেশি ফলোয়ার। প্রায়ই ফটোশুট করেন তিনি। সেইসব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন। পাশাপাশি নিজের অভিনয়ের কাজ সংক্রান্ত ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/reel/CQn-DQpH4Eu/?utm_medium=copy_link
কথায় বলে এটাই প্রেমের বয়স। সে মজা থেকে নিজেকে বঞ্চিত করে রাখেননি তিথিও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি। সম্ভবত বেশ সময় ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে আজকের দিনটা একটু বিশেষ। আজ তিথির প্রেমিক দেবায়ুধ পালের জন্মদিন। পেশায় ক্রিকেটার তিনি। বাংলায় অনূর্ধ্ব ১৬ তে খেলেছেন তিনি। তাঁর মতো তিথিরও স্বপ্ন তিনি একদিন ভারতের হয়ে খেলবেন নীল জার্সিতে।
https://www.instagram.com/p/CRLEsPTtLnv/?utm_medium=copy_link
এদিন দেবায়ুধের সঙ্গে একটি আদুরে ছবি শেয়ার করে তিথি লিখেছেন, ‘শুভ জন্মদিন ভালবাসা। আমি যা যা চেয়েছিলাম তুমি সব, একটুও বদল চাই না। তোমাকে বিয়ে করাটা তাও আমার কাছে দ্বিতীয় ইচ্ছা, কারণ তুমি যখন দেশের হয়ে খেলবে স্টেডিয়ামে দাঁড়িয়ে তোমাকে উৎসাহ দেওয়াটা তালিকার সবার উপরে থাকবে। তোমাকে ওই নীল জার্সিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, এটাই আমি চাই।’
https://www.instagram.com/p/CFOXWtFA0UY/?utm_medium=copy_link





Made in India