বাংলাহান্ট ডেস্ক: সবেমাত্র হাজার পর্ব উদযাপন করেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল (serial) ‘কৃষ্ণকলি’ (krishnakali)। ২০১৮ তে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যত দিন গিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে সিরিয়ালটির জনপ্রিয়তা। সেই সঙ্গে নিখিল শ্যামার জুটিও হয়ে উঠেছে সুপারহিট। এখন নিখিল (nikhil) শ্যামার (shyama) বয়স হয়েছে। মেয়ে কৃষ্ণার বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু দুজনের সম্পর্কে রসায়ন এতটুকুও ফিকে হয়নি।
কৃষ্ণা অনিরুদ্ধর নতুন নতুন প্রেমের থেকে এখনো নিখিল শ্যামার পুরনো প্রেমই বেশি জনপ্রিয়। দর্শকদের মতেও তাঁরা সেরা জুটি। একের পর এক টুইস্ট এনে কমতে থাকা টিআরপিকে আবারো প্রথম দশের মধ্যে তুলে এনেছেন সিরিয়ালের নির্মাতারা। সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন সত্ত্বেও ঝোড়ো ব্যাটিং করে চলেছে কৃষ্ণকলি।

সিরিয়ালে আপাতত বেশ টানটান উত্তেজনার পর্ব চলছে। বুকে গুলি লেগে অথর্ব হয়ে গিয়েছে নিখিল। উদয় হয়েছে শ্যামা নিখিলের আরেক নতুন শত্রুও। স্বামীকে বাঁচাতে শ্যামা একাই লড়ছে শত্রুর সঙ্গে। অপরদিকে ক্যামেরার বাইরেও কৃষ্ণকলির টিমের কাণ্ডকারখানা কম মজার না। অতি সম্প্রতি শুটিংয়ের ফাঁকে সপরিবারে ক্যামেরাবন্দি হয়েছিল কৃষ্ণকলির গোটা পরিবার। দুই নতুন সদস্য শিবা ও অনিরুদ্ধ ওরফে অধিরাজ গাঙ্গুলী ও রৌনক দে ভৌমিকও দারুন মিশে গিয়েছেন টিমের সঙ্গে।

এবার শ্যামা অর্থাৎ তিয়াশা রায়ের (tiyasha roy) সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল দুই অভিনেতাকে। জনপ্রিয় হিন্দি গান ‘দো ঘুঁট মুঝে ভি পিলা দে শরাবি’ গানে পর্দার ছেলে, জামাইয়ের সঙ্গে উদ্দাম নাচলেন শ্যামা। তিনজনের এই নাচ এখন ভাইরাল নেটদুনিয়ায়। তিয়াশার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও।
https://www.instagram.com/p/CROts4vBQ1E/?utm_medium=copy_link





Made in India