বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনায় বিরুদ্ধে রাজপথে তৃণমূল (Trinamool Congress)। বাংলার পাওনা বকেয়া আদায়ে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মী সহ জব কার্ড হোল্ডাররা। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লিতে (Delhi) ধরনা কর্মসূচি তৃণমূলের ।
এদিন সকালে রাজঘাটে গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে হাতে প্লাকার্ড ও কালো ব্যাজ পরে রাজঘাটে অবস্থান শুরু করে তৃণমূল। ওদিকে ঘাসফুল শিবিরের দাবি, ধরনার পর অভিষেক যখন সাংবাদিক বৈঠক করছিলেন হুইসেল বাজাতে থাকে পুলিশ। তৃণমূল কর্মী-সমর্থকদের লাঠি উঁচিয়েও তাড়া করার অভিযোগ ওঠে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ওপর। সকলকে বেরিয়ে যেতে বলে পুলিশ।
এককথায় রণক্ষেত্র হয়ে গোটা এলাকা। কেন শান্তিপূর্ণ কর্মসূচীতে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মজুত থাকবে সেই নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূল তরফে। শেষমেষ সময়ের আগেই রাজঘাট থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
আরও পড়ুন: যোগীরাজ্যে ঢুকতেই TMC-র বাসের সামনে গলায় গামছা জড়ানো পুলিশ! তারপরই তোলপাড়, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, রাজঘাটে তৃণমূলের ধরনা কর্মসূচিতে লিখিত অনুমতি দেয়নি পুলিশ। ঘাসফুল শিবিরের দাবি, এত মানুষ দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই শাহের পুলিশ লিখিত অনুমতি দেয়নি। দিল্লি পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক বলেন, দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে তল্লাশি থেকে গ্রেফতার! ED-র তলবে সাড়া না দিলে কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে জানেন?

পুলিশের হুইসেলের জেরে এদিন রাজঘাটে সাংবাদিক সম্মেলনও শেষ করতে পারেননি অভিষেক। বাধ্য হয়ে বৈঠক বন্ধ রেখেই রাজঘাট থেকে বেরিয়ে যান সকলে।





Made in India