বাংলা হান্ট ডেস্কঃ এর আগে মালদহ হবিবপুরের তৃণমূল প্রার্থী আসন পছন্দ না হওয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এবার পুরুলিয়া জেলাতেও বড়সড় ধাক্কা খেলো তৃণমূল। হলফনামায় ত্রুটি থাকার কারণে বাতিল হয়ে গেল তৃণমূল প্রার্থীর মনোনয়ন। তৃণমূল প্রার্থী ইজ্জ্বল কুমার জয়পুর থেকে মনোনয়ন পেশ করেছিলেন, কিন্তু হলফনামায় ত্রুটি থাকায় ওনার মনোনয়ন বাতিল করেছে কমিশন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে।

পুরুলিয়ার জয়পুরে মঙ্গলবার ৯ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনেই মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। এরপর কমিশনের তরফ থেকে একটি চিঠির মাধ্যমে উজ্জ্বল কুমারকে জানানো হয় যে, ওনার হলফনামায় ত্রুটি আছে। এরপর বুধবার ১০ মার্চ ১১টার মধ্যে ভুল সংশোধন করে ওনাকে আবারও মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল ৯ মার্চ, আর চিঠির জবাবে যেই হলফনামা দেওয়া হয়েছে, সেখানে তারিখ উল্লেখ আছে ৮ মার্চ। এরপরই প্রশ্ন ওঠে, চিঠি পাঠানোর আকেদিন আগেই কি করে জবাব তৈরি ছিল? এই প্রশ্ন তুলেই উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে কমিশন।
প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় চরম বিপাকে গোটা তৃণমূল দল। তাঁরা এখন কি করবে? সেটা জানতে কলকাতায় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূলের যুব সভাপতি ক্ষোভ প্রকাশ করে আগে থেকেই নির্দল প্রার্থী হিসেবে জয়পুর আসন থেকে মনোনয়ন পেশ করেছিলেন। আর এখন ওনাকেই সমর্থন করতে পারে তৃণমূল।
 
			 





 Made in India
 Made in India