বাংলা হান্ট ডেস্কঃ ঘুষ বিতর্কে জল ঢেলে চব্বিশের লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহুয়া মৈত্র। কৃষ্ণনগর কেন্দ্রে ফের একবার জয়ী হয়েছেন মহুয়া (Mahua Moitra)। আর ভোটে জিতে এবার বিজেপির ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের দাপুটে নেত্রী। মুখ খুললেন নিজের ওপরে হওয়া ‘অত্যাচার’, নিজের শারীরিক অসুস্থতা নিয়েও।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের অনুষ্ঠানে একাধিক ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তোলেন মহুয়া। বলেন, ‘আমার পুরো (জরায়ুর) অপারেশন হয়েছিল। বলতে হচ্ছে তাই এটা সবার সামনে বলছি। অনেকেই আছেন যারা মেনোপজ নিয়ে বলতে দ্বিধা বোধ করেন। কিন্তু আমি বলছি।’
মহুয়া বলেন, ‘আমার পুরো হিসটেরেকটমি ছিল ৮ জানুয়ারি। আমার প্রথম সার্জারির পর আমি ১১-১২ তারিখে হাসপাতাল থেকে ছাড়া পাই। সাতদিন পরে সরকারের কোয়ার্টারে ছিলাম। আমায় টিকিট দেওয়া হয়েছিল… ওদিকে অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা বিজেপির হয়ে আদালতে গিয়েছিলেন। সার্জারির কথা শুনে তিনি হাসতে হাসতে বলেছিলেন হা হা হা…দেখুন সার্জারির সময়টা। যেন সার্জারিটা নিজে থেকে তৈরি করা ছিল।…’
নিজের যন্ত্রনার কথা শেয়ার করে মহুয়া বলেন, ‘হিসটেরেকটমির আট দিন পরে…১৬ তারিখে আমায় সরকারি আবাসন ছেড়ে দিতে। ফ্ল্যাটের বাইরে সেদিন সকালে ২০০ পুলিশ কর্মী, একাধিক বিজেপি মিডিয়া। সবাই দাঁড়িয়ে দেখতে চাইছেন মহুয়া মৈত্রকে বের করা হবে। তবে আমি ঘর পরিস্কার করে চাবি দিয়ে দিয়েছিলাম। …’

আরও পড়ুন: চরম বিপাকে সোহম! এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা
এতদিন এই নিয়ে কোনো কথা না বললেও এবার ফের বিপুল ভোটে জিতে মুখ খুললেন মহুয়া। এদিন সাংবাদিক বরখা দত্তের পডকাস্ট অনুষ্ঠানে গিয়ে তার ওপর ‘অত্যাচারের’ ঘটনার কথা খোলসা করেন মহুয়া।





Made in India