বাংলা হান্ট ডেস্কঃ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে দুর্দান্ত ফল করে বাংলার মসনদে কামব্যাক করলেও রাজ্যজুড়ে বেশ কয়েকটি জায়গার ফলাফল নিয়ে মোটেই খুশি নন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিশেষত পূর্ব মেদিনীপুরে ১৬ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে এসেছে মাত্র নটি। যা নিয়ে মোটেই খুশি নয় ঘাসফুল শিবির। এই কারণেই এবার জেলাজুড়ে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক দলীয় বৈঠকে দলের দুই শীর্ষ নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিন বিকেলে দলের কোন কমিটির একটি বৈঠকের ডাক দেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। সেই বৈঠকে দল থেকে খেজুরির প্রাক্তন বিধায়ক রনজিৎ মন্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মধক্ষ আনন্দময় অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ টি কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হবার পর শুদ্ধিকরণের জন্য এই সিদ্ধান্ত নিল দল।
এবার বিধানসভা নির্বাচনে বিরোধী দলের দখলে গিয়েছে তমলুক হলদিয়া এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র। তাই দলকে এবার নতুন করে ঢেলে সাজাতে উদ্যোগ নিল জেলা তৃণমূল নেতৃত্ব। হাতছাড়া হওয়ার ৭ টি আসনে বেশকিছু তৃণমূল নেতা আসলে গোপনে বিজেপির হয়ে কাজ করেছেন বলে খবর রয়েছে তৃণমূল শিবিরে। তাই দলের ভেতরে থাকা এ ধরনের বিভীষণের দলের বাইরে বের করে শুদ্ধিকরণ করার কাজে নেমেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র।Tmc





Made in India