বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ, ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Tmc mla Idris Ali Death)। দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বিধায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিনের রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ক্যানসার সহ একাধিক রোগে ভুগছিলেন বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি। চলাফেরাতেও সমস্যা হচ্ছিল। বিধায়কের প্রয়াণে শোকের ছায়া তৃণমূল শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিধায়ক। জানা গিয়েছে, সেই সময় থেকেই ইদ্রিসের শরীর ভাঙতে শুরু করে। অসুস্থতার কারণে সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনেও বিধানসভায় যেতে পারেননি বিধায়ক। দিন দিন শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে থাকে।
বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকে বিধায়কের। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হল না। কখনও না ফেরার দেশে একসময়ের দাপুটে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।

আরও পড়ুন: কত টাকা নিয়েছেন দেব? ‘হিসেব’ দিয়ে এবার তৃণমূল সাংসদকে গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু
রাজনীতির ময়দানে বেশ সক্রিয় ছিলেন পেশায় আইনজীবী ইদ্রিস আলি। তবে শারীরিক অসুস্থতার কারণেই ছন্দপতন হয়। গত বিধানসভা ভোটেও সে ভাবে প্রচারে নামেন নি বিধায়ক। তারপরও সবার এক লক্ষেরও বেশি ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেছিলেন প্রবীণ নেতা ইদ্রিস।





Made in India