বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে কড়া জবাব দিয়েছে ভারত। এই সামরিক অভিযানের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে বলে দাবি কেন্দ্রের। এর মধ্যে কি পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরাও রয়েছে? এবার এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালানো জঙ্গিরা এখন কোথায়? জানতে চান তিনি।
অভিষেকের (Abhishek Banerjee) প্রশ্নে কী জবাব দিল কেন্দ্র?
সোমবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বসেছিল। সেখানে দু’টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন তৃণমূল সাংসদ। জানা যাচ্ছে, গতকালের বৈঠকে পহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর ও তার পরবর্তী নানান ঘটনাক্রম নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের জানান বিদেশ সচিব বিক্রম মিস্রী। এই বৈঠকের সব শেষে বলতে চেয়ে অনুরোধ করেন অভিষেক। কমিটির চেয়ারম্যান শশী থারুরের কাছে অনুরোধ জানান তিনি।
ডায়মন্ড হারবারের সাংসদ জিজ্ঞেস করেন, প্রতিরক্ষামন্ত্রী আগেই দাবি করেছেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে ১০০ জঙ্গি নিকেশ হয়েছে। এর মধ্যে কি পহেলগাঁও কাণ্ডের হামলাকারীরাও রয়েছে? ওই ৪ জঙ্গি এখন কোথায়? তারা কি পাকিস্তানে পালিয়েছে?
আরও পড়ুনঃ তলবে সাড়া না দিলেই গ্রেফতার! পুলিশি হুঁশিয়ারির পরও থানায় গেলেন না একাধিক চাকরিহারা শিক্ষক
তৃণমূলের (Trinamool Congress) সাংসদের দ্বিতীয় প্রশ্নে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উঠে আসে। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যেকার সংঘর্ষ বিরতিতে তাঁর ভূমিকা রয়েছে। এই ঘটনা সত্যি না হলে তাঁর দাবি খারিজ করতে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে? আমেরিকাকে কোনও লিখিত প্রতিবাদপত্র দেওয়া হয়েছে? সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিষেকের এই দুই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি বিদেশ সচিব বিক্রম মিস্রী।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও এই নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূল (TMC) নেতা। কেন্দ্রের গড়ে দেওয়া সর্বদলীয় প্রতিনিধিদলে প্রতিনিধি পাঠানোর বিষয়ে শুধু কথা বলেন তিনি। অভিষেক বলেন, আমরা ঐকমত্যে পৌঁছতে পারলে ও সর্বসম্মত সিদ্ধান্ত হলে সাংসদদের বদলে শহিদ পরিবারের সদস্যদের পাঠানো উচিত। যারা বেঁচে ফিরে আসলেন । সেই সঙ্গেই অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর সদস্যদেরও পাঠানো যেতে পারে বলে দাবিকরেন অভিষেক।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। গুলি করে খুন করা হয় ২৬ জন নিরীহ মানুষকে। এর প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এই সামরিক অভিযানে কি পহেলগাঁওয়ে হামলাকারীদেরও প্রাণ গিয়েছে? ওই ৪ জঙ্গি এখন কোথায়? এবার প্রশ্ন তুললেন অভিষেক (Abhishek Banerjee)। যদিও তাঁর প্রশ্নে বিদেশ সচিব কোনও সদুত্তর দিতে পারেননি বলে খবর।





Made in India