বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) টলিপাড়ায় তার সহযোদ্ধাদের নাম তুলে বিস্ফোরক অভিযোগ করেন। নেতার অভিযোগের তালিকায় ছিল দেব, বনি, সায়নী থেকে শুরু করে টলি পরিচালক, প্রযোজকদের নামও। এবার এই প্রসঙ্গে পাল্টা হিরণকে ‘নমক হারাম’ বলে কটাক্ষ সায়নীর (Saayoni Ghosh)।
হিরণের করা মন্তব্যের পরই রাজনৈতিক মহল সহ টলিপাড়াতেও উঠেছিল সমালোচনার ঝড়। হিরণের বলেছিলেন, “বনি সেনগুপ্ত বাচ্চা। টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত। টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।” এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী তথা তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ।
এদিন খড়গপুরের বিধায়ক হিরণকে একহাত নিয়ে সায়নী বলেন, ‘ভীষণ বোকা! ওর তো রাজনৈতিক ভাবে কোনও গুরুত্বই নেই। না টলিউডে কোনও গুরুত্ব পান। আসলে উনি নিজের জন্যই গুরুত্ব পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর জন্য দরজা খোলেননি বলেই ওর এত রাগ। এভাবেই যদি শিরোনামে আসা যায়, তাতে মন্দ কী?’
এখানেই শেষ নয়। সেদিন নেত্রী আরও বলেন, “উনি (হিরণ) কেন এমনটা বললেন উনিই বলতে পারবেন। আসলে নমক হারাম বলে একটা কথা হয়। যে থালায় ভাত খেয়েছেন এখন সেই থালাতেই ফুটো করছেন। যেখানে এতদিন করে খেয়েছেন আজ সেই জায়গাকে নিয়েই এমনটা বলছেন। ৯৯ শতাংশ দুর্নীতিগ্রস্ত আর উনি ১ শতাংশের মধ্যে পড়েন। এগুলো শুনলে মানুষ হাসবে। আজ ওর কাছে বিজেপি ভালো। এরপর কেউ ওর জন্য দরজা খুললে উনিই বিজেপিকে খারাপ বলবেন। নেতা বলুন বা অভিনেতা কোনওটাতেই ওর গুরুত্ব নেই কোনও।’

প্রসঙ্গত, রবিবার হিরণ বলেছিলেন, “আগেও বলেছি, আজ আবার বলছি দীপক অধিকারী ওরফে দেব দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন। আরও অনেকে জড়িত। বনির মতো বাচ্চা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আর কী বলব। সায়নী ঘোষের কথা বলেছেন বিচারপতি নিজেই। এত সম্পত্তি কীভাবে সেই প্রশ্ন তুলছেন। আমার আলাদা করে কিছু বলতে হবে না।”
শুধু অভিনেতা-অভিনেত্রীই নয়, টলি প্রযোজক শ্রীকান্ত মোহতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন হিরণ। তার কথায়, “শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুট করেছেন। ৯৯ শতাংশ প্রোডিউসার কোনও না কোনওভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।” একসময় টলিউডে কাজ করা হিরণের মুখে এহেন মন্তব্য শুনে জোর চৰ্চা সর্বত্র।





Made in India