বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস (TMC Shahid Diwas)। এবছর ৩০ বছরে পদার্পণ করেছে ২১ জুলাই শহিদ তৰ্পন অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিশাল জমায়েত। মহানগরীর বুকে ঢল নেমেছে জোড়াফুলের সমর্থকদের। ইতিমধ্যেই মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একই মঞ্চে উপস্থিত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক প্রথম সারির নেতা। মঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের বাইরে সাহিত্য, শিল্প জগতের একাধিক ব্যক্তিত্ব এই সভা মঞ্চে রয়েছেন।
পঞ্চায়েত ভোট আর বিরোধী জোটের পর সকলেরই নজর ছিল আজকের এই সমাবেশের দিকে। এদিন মঞ্চে উঠেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক। আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। প্রকাশ্য সভা থেকে শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূল সাধারণ সম্পাদকের। সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করার ডাক দিলেন অভিষেক।
পাশাপাশি পাখির চোখ যে ২৪ লোকসভা সে বিষয়েও স্পষ্ট বার্তা যুবরাজের। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মোদী সরকারের কাছ থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনার হুঁশিয়ারি অভিষেকের। যদিও পরে অভিষেকের কর্মসূচীতে বদল আনেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ব্লকস্তরে নয়, বুথস্তরে হবে লড়াই। নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচী করা হবে।





Made in India