বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) আতঙ্কের মধ্যেই এবার কাটছে বাঙালীর নববর্ষ। বন্ধ রয়েছে সোনা (Sona) রূপোর (Silver) দোকান। যার ফলে এবার বাদ গেল হালখাতা। দোকানগুলোও এবার তাঁদের ক্রেতাদের জন্য কোন আয়োজন করতে পারল না। সবকিছুই বাদ পড়ল। কিন্তু তার মধ্যেও আজ এই পয়লা বৈশাখের দিনেও কিন্তু অন্যান্য দিনের মতই দাম বেড়ে চলেছে সোনা রূপোর। লকডাউনের ফলে মানুষ সেভাবে ঘর থেকে না বেরোলে কি হবে, ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে সোনা রূপোর দাম। যার দরুণ লসের মধ্যেও হাসি মুখ রয়েছে ব্যবসায়িদের মুখে।

১৪ ই এপ্রিল অবধি লকডাউনের সিদ্ধান্ত গৃহিত হলেও, এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সময় বন্ধ রয়েছে সমস্ত বৈদেশিক বাণিজ্য। যার ফলে বন্ধ এখন সোনা রূপোর বাজার। শুধু মাত্র বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব দোকানই এখন বন্ধ। তার মধ্যেও আকাশ ছোঁয়া সোনা রূপোর দাম।
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৭৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৭৭ টাকা। তবে আজ কিন্তু সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৯৯ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৪৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৪৯ টাকা। আর আজ এই দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭৭০ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৭৭ টাকা।

সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.১৫ টাকা। আজ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ গ্রামের দাম ৪১.৩০ টাকা।
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।
 
			 





 Made in India
 Made in India