বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির তোলপাড় চলছে রাজ্যে। আজ রবিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Weather Office)। তবে এই স্বস্তির বৃষ্টি আর বেশি দিন স্থায়ী হবে না। এমনই পূর্বাভাস মিলেছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার বদল আসবে। ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ ১৩ মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর ১৪ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রির সেলসিয়াসে। তারপর আরও বাড়বে তাপমাত্রা। ১৫ থেকে ১৮ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের পরিস্থিতি হবে না। ওদিকে আজ ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।
রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় এই সমস্ত জেলা গুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এদিন বিকেলের দিকে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শত ভীড়ের মাঝেও চোখে পড়ল মায়ের ছবি! চেয়েও নিলেন নিজেই! চুঁচুড়ার সভায় আবেগে ভাসলেন মোদী
আগামীকাল কিছুটা কমলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় হাল্কা বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।





Made in India