বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চলতি সপ্তাহের বারিধারায় বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তির নিঃস্বাস ফেলছেন দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। তবে বজ্রপাত প্রাণহানির খবরও মিলেছে। এরই মাঝে বৃহস্পতিবার সকালেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর (Weather Department)। আগামী দুঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রে ঝড়-বৃষ্টির কোপ বাড়ছে। রবিবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি। আজ কোন কোন জেলা ভিজবে? জানুন লেটেস্ট আপডেট।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী দুঘণ্টার মধ্যে এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি।
আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রে ঝড়-বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা। দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এর মধ্যে কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ৪% DA বৃদ্ধির পর ফের সুখবর! সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
শুক্রে ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আগামীকাল দিনভর বৃষ্টি চলবে। মূলত বিকেল বা সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে৷ চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
 
			 
 
    




 Made in India
 Made in India