বাংলা হান্ট ডেস্ক: পুজোর দিনেই ঝড়-জল। শীতের শেষে এবার খেল দেখাতে শুরু করবে ঝড়-বৃষ্টি। আজ থেকেই ব্যাপক আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। গতকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি অক্ষরেখা-এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।
আজ বুধবার ১৪ ই ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে।
আগামীকালও চলবে ঝড়-বৃষ্টির দাপট। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি কলকাতা-সহ সব দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন উষ্ণতাও বাড়বে আবহাওয়ার।
এদিকে দুর্যোগের মাঝেই বাজ পড়ার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ার সম্ভাবনা অধিক। ওদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবার থেকে বাড়তে শুরু করবে রাজ্যের তাপমাত্রা আর গুটিগুটি পায়ে বিদায় নেবে শীত।

আরও পড়ুন: আজকের রাশিফল ১৪ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গেও এবার থেকে কমবে শীতের আমেজ। বাড়বে তাপমাত্রা। আজ ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতেও।





Made in India