বাংলাহান্ট ডেস্কঃ বর্ষার আগমন ঘটে গিয়েছে গোটা বাংলায়। সকাল থেকে কখনও মেঘ আবার কখনও রোদের খেলা দেখা যাচ্ছে। দুএক পশলা বৃষ্টির পর, আবারও রোদের ঝলকানি চোখে পড়ার মতন। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা গেলেও, বেলার দিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)।
আবহাওয়ার খবর :
| সর্বোচ্চ তাপমাত্রা | 30° C |
| সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
| আদ্রতা | 92% |
| বাতাস | 11 km/h |
| মেঘে ঢাকা | 95% |
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ গোটা দিন জুড়েই দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া :
পাশাপাশি দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদায়ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া :
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া :
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা:
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে ১৪ ই জুন অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।





Made in India