বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের উপর থেকে কিছুটা হলেও বৃষ্টির ফাঁড়া কমেছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, বর্তমান সময়ে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। রয়েছে কিছু এলাকায় ধস নামার সম্ভাবনাও। ভারী বৃষ্টির জেরে বেশকিছু এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি কিছুটা বিরাম নিয়েছে। তবে বৃষ্টি বিরাম নিলেও, এখনও জলমগ্ন শহর কলকাতা থেকে শুরু গ্রাম বাংলার বহু এলাকা। এরই মধ্যে হাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ শনিবার কিছু সময়ের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলায়।

আবহাওয়ার খবর :
| সর্বোচ্চ তাপমাত্রা | 33 ° C |
| সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
| আদ্রতা | 85% |
| বাতাস | 11 km/h |
| মেঘে ঢাকা | 20% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণ পেরিয়ে এবার উত্তরের দিকে এগিয়েছে নিম্নচাপের কালো মেঘ। যার কারণে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবার বীরভূম, মুর্শিদাবাদেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।





Made in India