বাংলা হান্ট ডেস্ক : অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) মানেই বাংলা সিনেমার দুঁদে গোয়েন্দা। দর্শকরা তাঁকে ব্যোমকেশ বক্সী নামেই বেশী চেনেন। কিন্তু দাপুটে এই অভিনেতা (Abir Chatterjee) বার বার নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিভিন্ন ধরণের চরিত্রে গড়েপিটে নিয়েছেন নিজেকে। সূক্ষ্মাতি-সূক্ষ্ম অভিনয় দিয়েই তিনি পর্দায় জীবন্ত করে তুলেছেন একাধিক চরিত্র। সামনে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত আসন্ন সিনেমা ‘বহুরূপী’ (Bahurupi)। এবারের পুজোয় মুক্তি পাচ্ছে এই আসন্ন সিনেমা। কিন্তু এবছর আরজিকর কাণ্ডের পর থেকেই মুখ ভার গোটা রাজ্যের। উৎসবে ফেরার ইচ্ছাটাই যেন একেবারে মরে গিয়েছে।
টলিউডের ‘পাওয়ার পলিটিক্স’ নিয়ে মুখ খুললেন আবির (Abir Chatterjee)?
কিন্তু একজন অভিনেতার কাছে অভিনয়টাই পেশা। তাই বাকিদের কাছে বিনোদন হলেও পেশার খাতিরে কাজ বন্ধ রাখতে পারছেন না তারকারা। সম্প্রতি ‘প্রতিদিন’ এর অনলাইন মাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলে ছিলেন স্বয়ং অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আবিরের (Abir Chatterjee) কথায়, ‘আমার পেশায়, যেটা আমার কাছে কাজ, সেটা অন্যদের কাছে বিনোদন। এই সূক্ষ্ম তফাতটা বোঝার মতো মানসিক পরিস্থিতি বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। তাই নানাভাবে ট্রোলিংও হচ্ছে।’
আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কোন মন্তব্য করতে দেখা যায়নি অভিনেতাকে। এটা অভিনেতার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সোশ্যাল মিডিয়ার না থাকলেও আরজিকরের কাণ্ডের সমস্ত ঘটনার খবর রাখছেন আবির (Abir Chatterjee)। সেইসাথে আজকের দিনে কলকাতার রাজপথে নেমে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ করছেন তাতে বেশ গর্ব অনুভব করছেন অভিনেতা। আবির মনে করছেন কলকাতার জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন এবার ইতিহাস তৈরি হতে চলেছে। সেই সাথে নিজের শহরের প্রতি গর্ব করে অভিনেতা বলেছেন, ‘নতুন প্রজন্মকে বুঝতে ভুল করেছিলাম। আজকে বলতে দ্বিধা নেই, একটা প্রচ্ছন্ন গর্ব হচ্ছে যে আমার শহর এটা করে দেখাল। অন্ধকারে সেটাই একমাত্র আলো।’
প্রসঙ্গত রক্ত বীজের পঙ্কজ সিংহের পর ‘বহুরূপী’-তেও পুলিশের চরিত্রে অভিনয় করছেন আবির। কিন্তু, এই মুহূর্তে আমাদের রাজ্যে পুলিশের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের মুখেও ‘রক্ষকই ভক্ষক’-এর বুলি। কিন্তু বাস্তব থেকে নেওয়া বহুরূপীর গল্প প্রসঙ্গে আবির বলেছেন একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে তিনি পুলিশের ভূমিকা বিচার করতে রাজি নন। তবে এখনই বহুরূপী সিনেমার সুমন্ত ঘোষাল চরিত্র সম্পর্কেও বেশি কিছু খোলসা করেননি অভিনেতা।
সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের মাঝেই টলিউড ইন্ডাস্ট্রিতে উঠেছিল যৌন হেনস্তার অভিযোগ। আর এই অভিযোগের আঙুল ওঠে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। এই পরিচালকের ডেবিউ সিনেমার পাশাপাশি ব্যোমকেশ সিনেমাতেও অভিনয় করেছেন আবির। তাই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই পরিচালকের সাথে কাজ করার সময় তিনি কি তেমন কিছু লক্ষ্য করেছিলেন?
জবাযে অভিনেতা বলেছেন, ‘অনেক সময়ে যে মানুষটির সঙ্গে হ্যারাসমেন্ট ঘটছে, সে ছাড়া অন্যদের পক্ষে বোঝা সম্ভব হয় না।’ তবে তিনি মনে করেন কাজের জায়গায় ব্যালেন্স দরকার।এই ব্যালেন্স প্রসঙ্গে বলতে গিয়েই অভিনেতা বলেছেন, ‘কেবল মহিলা নয়, কুইয়ার মানুষ এবং যারা বয়সে ছোট, জুনিয়র তাদের ডিগনিটির কথাও মাথায় রাখতে হবে। কারণ যারা নতুন, অনভিজ্ঞ তারা পাওয়ার পজিশনের খেলায় ব্যাকফুটে থাকে। টলিউডে পাওয়ার পলিটিক্স ভীষণভাবে কাজ করে, এটা আমার ব্যক্তিগত মতামত।’

তবে ভবিষ্যতে ওই অভিযুক্ত পরিচালকের সাথে তিনি কাজ করবেন কিনা জানতে চাওয়া হলে আবির এদিন বলেছেন, ‘এটা অত্যন্ত সতর্ক হয়ে আমাকে বিবেচনা করতে হবে। ঘটনাক্রম কোন দিকে যায় বুঝতে হবে। তবে যে ঘটনা ঘটেছে সেটা আমাকে খুবই ভাবাচ্ছে এবং সেই ভাবনাটা পজিটিভ ভাবনা নয় একেবারেই।’





Made in India