বাংলা হান্ট ডেস্ক : রাজনীতিতে নাম লেখানোর পর ইন্ডাস্ট্রির সাথে ওঠা বসা একটু কমেছে। এখন কোনও ছবি সাইন করার আগেও দশবার ভাবেন। তবুও তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই। কোথায় যাচ্ছেন, কী করছেন___এমন নানা ধরণের প্রশ্ন উঁকি দেয় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে। আর এবার এক ভক্ত জানতে চাইলেন মিমির প্রেমিকের পরিচয়।
এমনিতেই টলিউড হোক কী বলিউড__তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহল চিরন্তন। তাদের পোশাক আসাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সবেতেই থাকে অনুরাগীদের নজরদারি। আর টপিক যদি প্রেমিক প্রেমিকা নিয়ে হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই একটা ক্ষেত্রে ভক্তরা হয়ে উঠতে পারে সিবিআই, সিআইডির চেয়েও বড় গোয়েন্দা।
আসলে এইদিন ইনস্টাগ্রামে বেশকিছু ভক্তের সাথে বাক্যালাপে ব্যস্ত ছিলেন মিমি। কথায় কথায় উঠে আসে নায়িকার নতুন ছবি থেকে শুরু করে ত্বকচর্চার রহস্য। এমতাবস্থায় এক অনুরাগী মিমির কাছে আবদার করেন, তার প্রেমিকের পরিচয় রিভিল করার জন্য। অভিনেত্রীও তাকে নিরাশ করেননি মোটেও। তিনিও হাসি হাসি মুখে বেশ মজাদার একটা উত্তর দিয়েছেন।
আরও পড়ুন : ভারত ভাগের উস্কানি! পাঞ্জাবি গায়ককে চরম শিক্ষা দিল আমান গুপ্তা, জয়জয়কার ‘BoAt’-র
মজার ছলে মিমি বলেন, ‘‘আমিও দেখতে চাই।’’ এরসাথে একটা পাল্টা প্রশ্নও তিনি জুড়ে দিয়েছেন, ‘‘বি এফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা তো সকলেই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।’’ অর্থাৎ ঘুরিয়ে হলেও মিমি এটাই বলতে চাইলেন যে, এই মুহূর্তে তার কোনও প্রেমিক নেই।
আরও পড়ুন : শরীর দেখিয়েই কোটিপতি! উরফির সম্পতির পরিমাণ দেখলে লজ্জায় মুখ ঢাকবেন আলিয়া-ক্যাটরিনারা

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক বছর হতে চলল বড় পর্দা থেকে দূরে রয়েছেন মিমি। তবে চলতি বছরের পুজোয় মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘রক্তবীজ’। দিনকয়েকের মধ্যেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন নায়িকা। এছাড়াও একটা ওয়েব সিরিজের কাজেও ব্যস্ত রয়েছেন নায়িকা। এই সিরিজে মিমির বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবিতেও মিমি অভিনয় করতে পারেন। যদিও সেইসব নিয়ে সোজাসুজি মুখ খুলতে তিনি নারাজ।





Made in India