বাংলা হান্ট ডেস্ক : অবশেষে চলেই এল সেই বহুল প্রতিক্ষিত দিন। এই দিনটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিল ‘মিঠাই’ (Mithai) নায়িকা সৌমিতৃষার (Soumitrisha Kundu) ভক্তরা। কবে থেকে শুরু হবে নায়িকার প্রথম ছবি ‘প্রধান’র (Pradhan) শুটিং। সম্প্রতি ছবি শেয়ার করে ভক্তদের সেই সুখবর দিল সৌমিতৃষা। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়েছে দেব (Dev) ও সৌমিতৃষার ভক্তদের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেব ও সৌমিতৃষার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। এদিকে ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন ও প্রযোজনা করবেন অতনু রায়চৌধুরী। অর্থাৎ, এবার বাংলার হিট ছবি টনিক জুটির সঙ্গী হয়েছেন মিঠাই রানি।
এইদিন সকাল সকাল বৃষ্টিভেজা কলকাতা শহরে গাড়ির ভিতর থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। ছবিতে দেখা যাচ্ছে সৌমিতৃষার কোলে রয়েছে ‘প্রধান’-এর স্ক্রিপ্ট। অপরদিকে দেব যে ছবি শেয়ার করেছেন তাতে তিনি পরে আছেন পুলিশের খাকি উর্দি। এবং সেখানে লেখা আছে দীপক প্রধান। জানিয়ে রাখি দেবের আসল নামও কিন্তু দীপক।

এইদিন ছবি শেয়ার করে দেব তার ক্যাপশনে লিখেছেন, ‘সব ঠিক থাকলে বড়দিনে দেখা হবে। আজ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। #Pradhan’। এই ছবিতে বাকি সবাইকে ছেড়ে মিঠাইকেই কেন পছন্দ করা হল এই প্রশ্নের জবাবে দেব বলেন, ‘আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। বাঘা যতীনে যেমন আমাকে ওঁর লুকে আসতে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে।’
আরও পড়ুন : জি বাংলা নাকি স্টার জলসা, সূর্য-দীপা নাকি জগদ্ধাত্রী! টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে কে পেল বেশি পুরস্কার?
অভিনেতার আরও সংযোজন, ‘আমরা চেয়েছিলাম ওঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নেওয়া হবে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা সেসব লিখেই বিজ্ঞাপন দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। প্রধানের ক্ষেত্রেও তাই। যে চরিত্রটা ওখানে রয়েছে, তার সঙ্গে সৌমিতৃষা খুব ভালো ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করছি আপাতত।’
View this post on Instagram
উল্লেখ্য, আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে ‘বাঘা যতীন’। এই ছবির জন্যেও প্রথমে সৌমিতৃষাকেই ভাবা হয়েছিল। তবে সেই সময় মিঠাই-র শুটিং আরও বাড়িয়ে দেওয়ায় বাঘাযতীনে আর কাজ করা হয়নি সৌমিতৃষার। তবে পরে জিৎ-র বুমেরাং ছবির অফার যায় সৌমিতৃষার কাছে। কিন্তু পিঠের ব্যাথায় কাহিল হওয়ায় সেই ছবিকেও না বলতে হয়। পরে সব ঝামেলা মিটতে ‘প্রধান’ ছবির অফার আসে নায়িকার কাছে। এবং আপাতত সেই ছবির কাজেই ফোকাসড তিনি।





Made in India