বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটের ঈশ্বর বলে পরিচিত সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) আজ ২৪ শে এপ্রিল পঞ্চাশে পা দিলেন। দুদিন আগে যখন তার দল মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians) আইপিএলে (IPL 2023) নিজেদের ম্যাচ খেলায় ব্যস্ত ছিল তখন রবি শাস্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে সচিন জানান এটি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ধীরগতির হাফ সেঞ্চুরি। অন্যান্য বারের মতো আজকেও মাস্টার ব্লাস্টারকে নিয়ে আবেগের অন্ত নেই তার ভক্তদের মধ্যে।
কিন্তু আমাদের এই বিশেষ প্রতিবেদন সচিনকে নিয়ে তার ভক্তদের পাগলামি বা তার ক্রিকেট কেরিয়ারের বিশেষ বিশেষ রেকর্ডগুলিকে নিয়ে নয়। আজকের এই বিশেষ মুহূর্তে আমরা তুলে ধরব ক্রিকেট বিশ্বের অন্যান্য কিংবদন্তিরা সচিন টেন্ডুলকারকে নিয়ে কতটা মুগ্ধ ছিলেন সেই সম্পর্কে। এই প্রতিবেদনের রইল সচিনকে নিয়ে করা ক্রিকেট কিংবদন্তিদের সেরা ৫ উক্তি….

ডন ব্র্যাডম্যান: আমি নিজেকে কোনওদিনও খেলতে দেখিনি। কিন্তু এই ছেলেটার খেলা দেখে মনে হচ্ছে আমি হয়তো এমন ভাবেই ক্রিকেট খেলতাম।

ভিভিয়ান রিচার্ডস: দক্ষতার প্রশ্নে তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভাসম্পন্ন ব্যক্তি, উদ্যমের ক্ষেত্রে তিনি একজন ট্রোজান যোদ্ধার মানসিকতা সম্পন্ন এবং তিনি অমানুষিক ভাবে মনোযোগী।

ব্রায়ান লারা: আমি একজন সাধারণ নশ্বর, সচিন অবিনশ্বর।

ম্যাথু হেডেন: আমি ঈশ্বরকে ক্রিকেট খেলতে দেখেছি। ভারতের হয়ে তিনি চার নম্বরে ব্যাটিং করতে নামেন।

অনিল কুম্বলে: একজন ক্রিকেটার হিসেবে আমি অত্যন্ত ভাগ্যবান। কারণ আমি সচিন টেন্ডুলকারের বিরুদ্ধে শুধুমাত্র নেটেই বোলিং করেছি।





Made in India