বাংলা হান্ট ডেস্কঃ ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী বৃদ্ধার উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল অন্ডালের ফরিদপুর থানার ইছাপুর এলাকায়। জানা গিয়েছে, বৃদ্ধার সম্পত্তি হাতানোর মতলবে ইচ্ছাকৃতভাবে তাকে ডাইনি বলে অমানবিক অত্যাচার চালাচ্ছিল ওই গ্রামেরই ১০-১৫ জনের একটি দল।
জানা গিয়েছে, সম্প্রতি ইছাপুর এলাকার বাসিন্দা এক গুণীন ওই মহিলার উপর তুকতাক করার অভিযোগ আনে। ঘটনাচক্রে এরপরেই ওই গ্রামের একজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রেক্ষিতে গত ৭ জুলাই বৃদ্ধার উপর চড়াও হয় গ্রামবাসীদের একাংশ। প্রায় ১০-১৫ জনের একটি দল। ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। পাশবিক অত্যাচারে জ্ঞান হারান বৃদ্ধা।
অভিযোগ, কিছুক্ষন পর জ্ঞান ফিরলে রাতভর তার ওপর নৃশংস নির্যাতন চালায় অভিযুক্তরা। বৃদ্ধার মাথা ন্যাড়া করে নগ্ন করে ছ্যাঁকা দেওয়া হয়। এমনকি শরীরে বিষাক্ত কাঁটা ফুটিয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে ওই গ্রামবাসীদের বিরুদ্ধে। এরপর বৃদ্ধার ছেলের কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর কোনও রকমে বৃদ্ধাকে উদ্ধার করে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন তার আত্মীয়রা। তবে বর্তমানে সুস্থ হলেও আতঙ্কে বাড়ি ফেরেননি তিনি। পুরো ঘটনা জানিয়ে দুর্গাপুর-ফরিদপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন আউসগ্রামের আদিবাসী ভারত জাকাত মাঝি পরগনার সদস্যরা।





Made in India