বাংলাহান্ট ডেস্ক: বছর শেষের মুখে। আর তার সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’ (sreemoyee)। সূত্রের খবর বলছে, আগামী ১৯ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে শ্রীময়ী। কারণ ২০ তারিখ থেকে আবার শুরু হবে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’। টিআরপি অনেকটাই নেমে তো গিয়েছিলই, উপরন্তু এই সিরিয়ালকে স্লট ছেড়ে দিতেই শেষ হচ্ছে শ্রীময়ী।
সিরিয়াল শেষের আগে আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য বিশেষ একটি আড্ডার আয়োজন করেছিলেন সিরিয়ালের দুই অত্যন্ত জনপ্রিয় চরিত্র জুন আন্টি ও রোহিত সেন (rohit sen)। উষসী চক্রবর্তী এবং টোটা রা চৌধুরী মেতে উঠলেন আড্ডায়। টোটা জানালেন, যে সাফল্য তিনি পেয়েছেন রোহিত সেনের দৌলতে সবটাই চিত্রনাট্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের দৌলতে। চরিত্রটি করতে খুব ভাল লেগেছে তাঁর, জানালেন অভিনেতা।

এদিন পর্দার শত্রুতা ভুলে জুন আন্টি ওরফে উষসীর প্রশংসায় পঞ্চমুখ হলেন টোটা। উষসীর একাগ্রতার নাকি কোনো তুলনাই হয় না। এতটাই তৈরি হয়ে তিনি সেটে ঢোকেন যে বাকিরা বুঝে যায়, তাদেরও ঠিক ততটাই শ্রম দিতে হবে। টোটার মতে, খুব মনোযোগী শিল্পী উষসী।
সিরিয়ালে এখন দেখানো হচ্ছে মারণ রোগের সঙ্গে যুদ্ধ করছে রোহিত সেন। শেষমেষ রোহিত বাঁচবে তো? নাকি প্রিয় চরিত্রের মৃত্যু দেখিয়েই শেষ হবে সিরিয়াল? শ্রীময়ীরই বা কী হবে? স্বাভাবিক ভাবেই এমন বহু প্রশ্ন উঠছে দর্শকদের মনে। ভিডিওর ক্যাপশনে উষসীও এমনি প্রশ্ন উসকে দিলেও ভিডিওতে মেলেনি তার উত্তর। বোঝাই যাচ্ছে, সিরিয়ালের শেষেই মিলবে তার উত্তর।
বেশ কিছুদিন মুম্বইয়ে করন জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করে এসেছেন টোটা। সিরিয়াল শেষ হলেও হয়থো সেখানেই ফিরবেন তিনি। তবে পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা হচ্ছেন না অভিনেতা। তাঁর কথায়, “অন্য ভাষাগুলো তো শুধু মুখে বলা হয়। বাংলাটা হৃদয় থেকে আসে। ছোট জায়গা হলেও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে মনের শান্তি।”





Made in India