বাংলাহান্ট ডেস্কঃ করেছিলেন ১১ টি বিয়ে! সম্পত্তি হাতিয়ে নিয়ে, ছেড়ে দিতেন স্বামীদের! এমনকি ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে, তাঁদেরকে ব্ল্যাকমেলও করতেন বাংলাদেশের (bangladesh) মডেল মরিয়ম আক্তার মৌ (mariyam aktar mou)। মাদক মামলায় এখন জেলবন্দী রয়েছেন বাংলাদেশের দুই মডেল মরিয়ম আক্তার মৌ এবং ফারিয়া মাহবুব পিয়াসা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রায় ৫০ জন মেয়ে কাজ করত মরিয়ম আক্তার মৌর আন্ডারে। ফারিয়া মাহবুব পিয়াসার দেওয়া তথ্য মতই রবিবার রাতে মাদক মামলায় গ্রেফতার করা হয় মৌকে। আর এরপরই উঠে আসে নানা তথ্য।

পুলিশ সূত্রে খবর, ঢাকার বারিধারায় একটি অভিজাত আবাসানের দ্বিতীয় তলায় মাসিক ২ লাখ ১৫ হাজার টাকা ভাড়ার একটি ফ্ল্যাটে থাকতেন পিয়াসা। রবিবার রাতে সেখানেই অভিযান চালিয়ে প্রচুর মাদক উদ্ধার করে গ্রেফতার করা হয় পিয়াসাকে। এরপর পিয়াসার বয়ানের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় মৌকে।
পিয়াসা জানায়, প্রায় ৫০ জন মেয়ের একটি গ্যাং কাজ করত মৌ-র আন্ডারে। ধনীব্যক্তিদের টার্গেট করে প্রথমে পার্টি করার নাম করে বাড়িতে ডেকে আনা হত। তারপর তাঁদের সঙ্গেই সেই সমস্ত মেয়েদের গভীর মেলামেশার ভিডিও করা হত। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁদের থেকে টাকা আদায় করত মৌ।

পিয়াসা আরও জানিয়েছে, মোহাম্মদপুরে পাঁচতলা বিশাল বাড়ি রয়েছে মৌয়ের। সঙ্গে নামী ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও রয়েছে। মাদক মামলায় মৌকে গ্রেফতার করা হলেও, এই ঘটনার পেছনে কোন ভিআইপিদের যোগাযোগ আছে কিনা এবং থাকলেও তা কতোটা আছে এবং কারাই বা এদের এই পেশায় নিয়ে এসেছে- তা খতিয়ে দেখছে পুলিশ।





Made in India