বাংলাহান্ট ডেস্ক : পুজোয় আপনি কি দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রেলওয়ে নিয়ে এসেছে বড় সুখবর। চলতি বছর ৯ই অক্টোবর মহাষষ্ঠী। ঢাকে কাঠি পড়ার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা ঘুরতে চলে যান শহর ছেড়ে। ভ্রমণ প্রিয় বাঙালির কাছে ভ্রমণের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং। তবে পুজো ও অন্যান্য উৎসবের মরশুমে ট্রেনের (Train) টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে।
দার্জিলিংয়ের (Darjeeling) জন্য বিশেষ ট্রেন
এবার পুজোয় অতিরিক্ত যাত্রী সামাল দেওয়ার জন্য পূর্ব রেল (Eastern Railway) নিল স্পেশাল ট্রেন (Train) চালানোর সিদ্ধান্ত। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে দার্জিলিং যাওয়ার জন্য স্পেশাল ট্রেন (Train) (০৩০২৭ আপ) ছাড়বে ৯ অক্টোবর, ১৬ অক্টোবর, ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর। এই তারিখগুলিতে হাওড়া থেকে দার্জিলিং যাওয়ার স্পেশাল ট্রেন (Train) ছাড়বে রাত ১১ঃ৫৫ মিনিটে।
আরোও পড়ুন : মাসের শেষ দিনেই সোনার দামে বিরাট পরিবর্তন! কলকাতায় কত?
যাত্রাপথে এই ট্রেন (Train) স্টপেজ দেবে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোডে। নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনটি (Train) পরের দিন সকাল ১ঃ৪৫ মিনিটে গিয়ে পৌঁছাবে। ফিরতি পথে নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর ১২ঃ৪৫ মিনিটে। স্পেশাল এই ট্রেনটি হাওড়া স্টেশন পৌঁছাবে রাত ১২:১০ মিনিটে।

আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে চলবে। রেল (Indian Railways) সূত্রে জানা গেছে, ০৩০২৭ হাওড়া-দার্জিলিং স্পেশাল ট্রেনে থাকতে চলেছে একটি এসি ফার্স্ট এবং এসি ২ টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি ২ টায়ার, পাঁচটি AC ৩ টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ।





Made in India