বাংলাহান্ট ডেস্ক: বড়দিন আসতে আর মাত্র এক সপ্তাহ বাকি। সাজোসাজো রব কলকাতায়। তার আগে অনুরাগীদের জন্য এক দারুন সারপ্রাইজ দিলেন তৃণা সাহা (trina saha)। পরিবারে ছোট্ট অতিথি আসছে তাঁর। মা হচ্ছেন পর্দার ‘গুনগুন’ (gungun)। সম্প্রতি এমনি জল্পনায় মুখর নেটপাড়া।
এমন জল্পনার কারণ কী? আসলে স্টার জলসার তরফে একটি বিশেষ প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে ‘খড়কুটো’ পরিবারের নতুন অতিথির দেখা মিলেছে। এই নতুন অতিথি হল ‘লিটল গুনগুন’। এতক্ষণে বুঝেই গিয়েছেন, সবটাই আসলে রিল লাইফের ব্যাপার স্যাপার। সৌজন্য ও গুনগুনের পরিবার বাড়তে চলেছে, এমনি আভাস মিলেছে প্রোমো থেকে।

‘গুনগুনের বড়দিন’ নামে প্রোমোতে দেখা গিয়েছে, স্যান্টা ক্লজ সেজেছে গুনগুন। লাল সাদা পোশাক, সাদা দাড়ি, মাথায় টুপি আর কাঁধে ঝোলা নিয়ে চুপিচুপি বাড়ির সবার বিছানায় উপহার রেখে আসছে স্যান্টা রূপী গুনগুন। কিন্তু নিজেদের ঘরে এসে সৌজন্যকে কোথাও খুঁজে পায় না সে।
বিছানা ফাঁকা, এত রাতে ক্রেজি গেল কোথায়? তখনি গুনগুনের চোখে পড়ে বিছানায় আলোর মাঝে সাজানো রয়েছে একটি ছোট্ট পুতুল। পুতুলের গায়ে আবারো সাঁটানো কাগজে লেখা ‘লিটল গুনগুন’। কাণ্ড দেখে অবাক গুনগুন! লিটল গুনগুন আবার কে? তার সবকিছু মাথার উপর দিয়ে গেলেও দর্শকরা আনন্দে আত্মহারা।
https://www.instagram.com/p/CXm_HMQKXxs/?utm_medium=copy_link
অবশেষে তাদের আশা পূর্ণ হতে চলেছে। বাবিন গুনগুনের সংসারে ছোট্ট সদস্য আসছে। প্রোমো থেকে স্পষ্ট সে আভাস। এ বিষয়ে স্টার জলসা কর্তৃপক্ষ এখনো মুখ না খুললেও খুশিতে ডগমগ খড়কুটো দর্শকরা।
সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে হইহই করে সকলে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সম্প্রতি ফেরা হয়েছে সেখান থেকে। বাড়িতে জমিয়ে কচি পাঁঠার ঝোল খাওয়ার পরিকল্পনা চলছে। এমন সময়ে ফের এসে হাজির সমস্যা। শেষমেষ তিন্নির বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সৌজন্য। খুবই পরিণত মনের পরিচয় দিয়ে গুনগুন জানায়, সে সৌজন্যর জীবনসঙ্গিনী। এই লড়াইয়ে তার পাশে আছে সে। গোটা চৌধুরী পরিবারকে এই লড়াইয়ে পাশে পাবে সৌজন্য।





Made in India