বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের বিচারই যেকোনো সিরিয়াল বা অভিনেতা অভিনেত্রীর ভাগ্য নির্ধারণ করে। দর্শকদের ভাল লাগা না লাগার উপরে ভিত্তি করে ঠিক হয় একটা সিরিয়াল দু বছর চলবে নাকি ৫ বছর। কিছুদিন আগেই কম টিআরপির জেরে বন্ধ হয়ে গিয়েছে স্টার জলসার ‘বালিঝড়’ (Balijhor)। একাধিক জনপ্রিয় মুখ এনে, নস্টালজিয়া উসকে দিয়েও লাভ হয়নি। বালিঝড় শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি মুখ্য চরিত্রাভিনেত্রী তৃণা সাহাকে (Trina Saha)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণা জানিয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি ছোটপর্দায় ফেরার কথা ভাবেননি। যদি তেমন ভাল কোনো চরিত্রের প্রস্তাব পান তাহলে ভেবে দেখবেন। নতুন গুঞ্জন বলছে, পছন্দের প্রস্তাব নাকি পেয়েও গিয়েছেন অভিনেত্রী। তবে এবার আর মুখ্য চরিত্র নয়, পার্শ্ব চরিত্র।

টেলিপাড়ার নয়া গুঞ্জন বলছে, বালিঝড় শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই অন্য একটি সিরিয়ালে দেখা যেতে চলেছে তৃণাকে। না, নতুন কোনো সিরিয়াল নয়, স্টার জলসার একটি পুরনো সিরিয়ালেই পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। সেই সিরিয়াল হল ‘এক্কা দোক্কা’। এই সিরিয়ালেই নতুন নায়িকা হিসেবে এন্ট্রি নিতে চলেছেন তৃণা।
তবে কি সোনামণির বদলে তৃণাকে নেওয়া হচ্ছে এই সিরিয়ালে? আজ্ঞে না। আসলে এই মুহূর্তে এক্কা দোক্কায় চারজন চরিত্রের উপরে ফোকাস রয়েছে। সোনামণি এবং সপ্তর্ষি মুখ চরিত্রে থাকলেও এখন আরো দুটি নতুন চরিত্র ঢুকিয়ে চতুষ্কোণ প্রেম দেখাচ্ছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। মোহর জুটি অর্থাৎ সোনামণি প্রতীকের অনস্ক্রিন রসায়নের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হয়েছে তাদের।
এবার নতুন গুঞ্জন বলছে, খোকাবাবু সিরিয়ালে তৃণা প্রতীকের জনপ্রিয় জুটিকে আবার এক্কা দোক্কায় ফেরাতে চলেছেন লেখিকা। সবটাই যে টিআরপি বাড়ানোর কৌশল তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই গুঞ্জনে কতটা সত্যতা রয়েছে তা অবশ্য জানা যায়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্যও করেননি তৃণা।





Made in India