‘আমি চুনোপুঁটি নেতা, দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে’! তৃণমূল ‘লাস্ট ওয়ার্নিং’ দিতেই বিস্ফোরক হুমায়ুন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিস্ফোরক মন্তব্যের জেরে প্রায়শয়ই সংবাদের শিরোনামে উঠে আসেন ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। একাধিকবার শোকজও করা হয়েছে তাঁকে। কিন্তু হুমায়ুন রয়েছে হুমায়ুনেই! শুক্রবার তৃণমূলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে ফের একবার তাঁকে সতর্ক করা হয়। চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay) স্পষ্ট বলেন, এটাই ‘লাস্ট ওয়ার্নিং’। তারপরেও ভরতপুরের বিধায়ক বলেন, ‘দলকে বলুন ফাঁসি দিয়ে দিতে’!

হুমায়ুনকে (Humayun Kabir) নিজের কথাবার্তা সম্বন্ধে সচেতন হতে বলেন শোভনদেব

সম্প্রতি কাশেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো নিয়ে সরব হয়েছিলেন হুমায়ুন। বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপরেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে তাঁকে ‘ওয়ার্নিং’ দেওয়া হয়। শোভনদেব জানিয়ে দেন, এটাই শেষ ‘ওয়ার্নিং’। ‘বিদ্রোহী’ বিধায়ককে নিজের কথাবার্তা সম্বন্ধে সচেতন হতেও বলা হয় বলে খবর।

এরপর তৃণমূল (TMC) বিধায়ককে জিজ্ঞেস করা হয়, দলের শৃঙ্খলা না মানলে এবার তো সাসপেনশনের মুখে পড়তে হবে? জবাব আসে, ‘আমাকেই কেন বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, শোভনদেববাবুকে সেটা জিজ্ঞেস করুন’। কিছুক্ষণ থেমে বলেন, ‘আমি চুনোপুঁটি নেতা, দলকে আমায় ফাঁসি দিয়ে দিতে বলুন’।

আরও পড়ুনঃ ‘হয়তো ওয়াশরুমে গিয়েছিল, সেখানেই…’! তৃণমূল বিধায়ক সায়ন্তিকার পোশাক নিয়ে তুমুল সমালোচনা

এখানেই না থেমে হুমায়ুন এদিন দাবি করেন, ভরতপুরে তৃণমূলের কিছু নেতার কাজকর্ম ঠিক নয়। আমজনতার ওপর অত্যাচার, অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার সেভাবেই করবেন বলে স্পষ্ট জানান তিনি।

Humayun Kabir

শাসকদলের বিধায়কের কথায়, ‘আমি যে অঞ্চলের নেতা, সেই ভরতপুরে দলের কিছু নেতার কাজকর্ম ঠিক নয়। ফলে সাধারণ মানুষের ওপর যদি জুলুম, অবিচার হয়, যেভাবে মোকাবিলা করা দরকার সেভাবেই হুমায়ুন কবীর করবে’। এলাকার মানুষের যদি অসুবিধা হয় তাহলে তিনি যে মুখ খুলবেন সেটা স্পষ্ট করে দেন তৃণমূল নেতা।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে একাধিক বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে হুমায়ুন কবীরের (Humayun Kabir) মুখে। এবার তাঁকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়ে দিল তৃণমূল। যদিও এরপরেও স্বমেজাজেই দেখা গিয়েছে বিধায়ককে। এলাকাবাসীর সমস্যা হলে তিনি যে মুখ খুলবেন, সেটা স্পষ্ট জানিয়েছেন ভরতপুরের এমএলএ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।