বাংলা হান্ট ডেস্কঃ চিটফান্ড মামলায় গতকাল সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পুরপ্রধান রাজু সাহানি (Raju Sahani)। ইতিমধ্যেই হালিশহরের (Halisahar) এই তৃণমূল নেতাকে আসানসোলের আদালতে তোলা হয়েছে আর অবশেষে এদিন তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন রাজু। তাঁর সাফ দাবি, “কোনো চিটফান্ড মামলার সঙ্গে আমি যুক্ত নই। তদন্ত হলেই সব কিছু প্রমাণ হবে।”
সাম্প্রতিক সময়ে বাংলায় নিয়োগ সংক্রান্ত দূর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলায় তোলপাড় রাজনীতি। এর মাঝে গতকাল একটি চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেস পুরপ্রধান রাজু সাহানির বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিউটাউনে অপর একটি বাড়িতে তল্লাশি চালাতেই ৮০ লক্ষ টাকার পাশাপাশি অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পায় তদন্তকারী অফিসাররা। এমনকি, বিদেশে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলেও খবর সামনে আসতে থাকে। এরপরই গ্রেফতার করা হয় রাজু সাহানিকে।
চিটফান্ড কাণ্ডে জড়িত থাকায় তৃণমূল পুরপ্রধানকে এদিন আসানসোল আদালতে তোলা হয়। সেখানে ঢোকার মুহূর্তে তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রসঙ্গে রাজু জানান, “কোনো চিটফান্ড কাণ্ডে আমি জড়িত নই। তদন্ত হলে আপনারা বুঝতে পারবেন।” এক্ষেত্রে তাঁকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেন রাজু।
যদিও এক্ষেত্রে তৃনমূল নেতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি সিবিআইয়ের। রাজুর বাড়ি থেকে যেমন ৮০ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে, ঠিক তেমনভাবে বিদেশি অ্যাকাউন্টও মিলেছে তাঁর নামে। এক্ষেত্রে চিটফান্ড মামলায় তৃণমূল নেতা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলেই অনুমান তদন্তকারী সংস্থার।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন রাজু সাহানি। বর্তমানে হালিশহরে পুরপ্রধান পদে নিযুক্ত তিনি। এদিন রাজুর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ তিনি অস্বীকার করলেও এক্ষেত্রে শাসকদলের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা গিয়েছে।





Made in India