বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের (Trinamool Congress) সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল হয়েছে। সম্প্রতি কাশেম সিদ্দিকীকে (Kasem Siddique) দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ বসিয়েছে জোড়াফুল শিবির। হুমায়ুন কবীর, শওকত মোল্লারা আগেই এই নিয়ে মুখ খুলেছিলেন। এবার প্রতিক্রিয়া দিলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। তাঁর দাবি, কাশেমকে তৃণমূল দলে নেওয়ায় নওশাদ সিদ্দিকীর লাভ হল।
‘ছাব্বিশে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে’, দাবি ত্বহার (Twaha Siddiqui)
কাশেম সিদ্দিকী সম্পর্কে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ও ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর তুতো ভাই। তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খুললেন ত্বহা। তাঁর দাবি, ‘কাশেমকে তৃণমূল দলে নেওয়ায় নওশাদের লাভ হল। ভাঙড়ে তো ও জিতবেই, সেই সঙ্গে আরও ২-৩টে আসন পেতে পারে ওর দল আইএসএফ’।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ত্বহা বলেন, ‘এই কাশেম তো সব বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতো। আনিস খান কাণ্ড থেকে শুরু করে কয়েকদিন আগে অবধি নানান ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছে। তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে গালমন্দ করেছে। সেই জন্য ওকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের পদে বসালে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভের সঞ্চার তো হবেই’।
আরও পড়ুনঃ কিছুটা স্বস্তি! চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি, কেমন আছেন BJP সাংসদ? জানাল দিল্লি AIIMS
ফুরফুরার পীরজাদার দাবি, কাশেম সিদ্দিকীকে তৃণমূল (Trinamool Congress) দলে নিয়ে উচ্চ পদ দেওয়ায় সংখ্যালঘুদের মধ্যে জোরালো ক্ষোভ তৈরি হয়েছে। ‘ছাব্বিশের বিধানসভা ভোটে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে’, বলেন তিনি।
কয়েকদিন আগে কাশেমকে ‘পচা আলু’র সঙ্গে তুলনা করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা। সেই বিষয়ে ত্বহা বলেন, ‘অনেক দুঃখে কষ্টে শওকত মোল্লা এই ধরণের কথা বলেছেন। কারণ তৃণমূল কর্মীরা ভাবছেন, দলকে, দলের নেতৃত্বকে যারা গালাগাল দেবে, তাঁরাই দলে পদ পাবে! আমে দুধে মিশে গিয়ে আঁটি গড়াগড়ি খাবে!’

ত্বহা এদিন বলেন, তিনি কোনোদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করায় তাঁকে সমর্থন করেছেন।
উল্লেখ্য, কাশেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদে বসানোর পর থেকে বিস্তর চর্চা হয়েছে। হুমায়ুন, শওকতের মতো দলের বিধায়কদের পর বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। কাশেমকে তৃণমূল দলে নিয়ে পদ দেওয়ায় আসলে নওশাদের লাভ হয়েছে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গেই এই সিদ্ধান্তে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন ত্বহা।





Made in India