বাংলাহান্ট ডেস্ক : মাত্র ৬ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেই জ্যাকপট! রাতারাতি কোটিপতি হলেন ক্যানিং এর দুই অটোচালক। চাঞ্চল্যকর এই ঘটনায় স্বভাবতই খুশি বাঁধ ভেঙেছে তাঁদের।
ভরত সিং এবং বিশ্বজিৎ সুঁই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর বাসিন্দা। পেশায়ও অটোচালক দুজনেই। দুজনের সংসারেই অভাব। হ্যাঁ, মোটামুটি সবকিছুতেই মিল রয়েছে দুজনের। আর এবার সেই ধারা বজায় রেখেই একসঙ্গে ভাগ্যবদল হল দুজনের। মাত্র ৬ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন ওই দুই অটোচালক।
নিয়মিতই লটারির টিকিট কাটতেন তাঁরা। মাঝেমধ্যে বেশ কিছু টাকা জিতলেও কখনও কোটিপতি হবার আশাও মনে আনেননি ভরত এবং বিশ্বজিৎ। কিন্তু এবার সত্যি সত্যিই সত্যি হল তা। বৃহস্পতিবার ক্যানিং এর নতুন রাস্তা এলাকার একটি লটারি দোকান থেকে কেনা টিকিটই ভাগ্য বদলালো তাঁদের। যৌথ ভাবে ১ কোটি টাকা জিততেন ওই দুই ব্যক্তি।
এহেন লটারি জিতে ভরত সিং জানিয়েছেন, ‘জীবনে কখনও এত টাকা পাওয়া তো দূর চোখেও দেখিনি। কিছু ধারদেনা রয়েছে। সবার আগে সেগুলো শোধ করব। অনেক দিন ধরেই স্বপ্ন রয়েছে নিজের ছোটো একটা বাড়ির। দেখা যাক কী হয়’। এই টাকা তিনি সমাজসেবা মূলক কাজেও ব্যয় করবেন বলেও জানিয়েছেন ভরত।

আনন্দে আত্মহারা হলেও এত টাকা পাওয়ায় কার্যতই আতঙ্কিতও হয়ে পড়েন ওই দুই অটোচালক। নিরাপত্তা চেয়ে থানায় আর্জি জানান দুজন। তাঁদের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসই দিয়েছেন ক্যানিং থানার আধিকারিকরা। কথায় বলে ওপরওয়ালা যখন দেন তখন ছপ্পর ফাটিয়েই দেন। তাই এই জ্যাকপট প্রাপ্তিতে আপাতত দিনবদলের স্বপ্নই দেখছেন ওই দুই অটোচালক।





Made in India