বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। বর্তমানে জামিনে মুক্ত। এবার তিনিই ইডির (Enforcement Directorate) বিশেষ আদালতে বিস্ফোরক দাবি করলেন। বৃহস্পতিবার তিনি বলেন, নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এজলাসের বাইরে ডেকে তাঁর থেকে ১৯ কোটি টাকা চেয়েছেন দু’জন ব্যক্তি! তাঁরা তাপস মণ্ডলেরও নাম নিয়েছেন বলে দাবি করেন তিনি।
কুন্তলের (Kuntal Ghosh) অভিযোগ শোনামাত্রই ‘এই’ প্রস্তাব দেন বিচারক!
জানা যাচ্ছে, এদিনের শুনানি পর্বের প্রায় শেষের দিকে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন কুন্তল। বিচারককে জানান, দু’জন ব্যক্তি তাঁকে আদালত কক্ষের বাইরে ডেকে নিয়ে গিয়েছিলেন। এরপর তাঁর থেকে ১৯ কোটি টাকা চান বলে অভিযোগ করেন নিয়োগ দুর্নীতির এই অভিযুক্ত।
কুন্তল (Kuntal Ghosh) বলেন, ‘দু’জন লোক আমায় বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে তাপস মণ্ডলের টাকা দে’। দরকার পড়লে বিচারককে আদালত চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার কথাও বলেন তিনি। এদিকে একথা শোনার পর বিচারক কুন্তলকে বাইরে না যাওয়ার প্রস্তাব দেন।
আরও পড়ুনঃ ‘জমিদারী চালাচ্ছে…’! বাংলায় কেন CBI মামলার নিষ্পত্তি হয় না? এবার বোমা ফাটালেন অমিত শাহ
নিয়োগ দুর্নীতির এই অভিযুক্তের উদ্দেশে বিচারক বলেন, ‘আপনি ভিতরেই বসুন। পরের দিনও ভিতরেই থাকবেন’। এরপর কোর্ট ইনস্পেক্টরের কাছে লিখিত অভিযোগ জানাতে যান। যদিও কোন দু’জন ব্যক্তি কুন্তলের থেকে টাকা চেয়েছিলেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ২০২৩ সালের জানুয়ারি মাসে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। বর্তমানে জামিনে মুক্ত। একসময় ইডি (ED), সিবিআইয়ের বিরুদ্ধে নানান অভিযোগে সরব হয়েছিলেন তিনি। এবার দু’জন ব্যক্তি তাঁর থেকে ১৯ কোটি টাকা চেয়েছেন বলে দাবি করলেন।
এদিকে বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার বিচার পর্ব চলছে। আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া হচ্ছে। এদিনও ইডির বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর মাঝেই আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন কুন্তল (Kuntal Ghosh)। আদালত কক্ষের বাইরে তাপসের নাম করে দু’জন ব্যক্তি তাঁর থেকে টাকা চেয়েছেন বলে দাবি করেন তিনি।





Made in India