বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেও বৃহস্পতিবার আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার (Plane Crash) দৃশ্য মন থেকে মুছতে পারছে না দেশবাসী। মোট ২৪২ জনকে নিয়ে মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, একজন বাদে ওই বিমানে (Plane Crash) থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ২৪১ জনের মধ্যেই রয়েছে যোশী পরিবার। ভারতকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে লন্ডনে পাড়ি দিচ্ছিল এই চিকিৎসক পরিবার। এক বিমান দুর্ঘটনাতেই শেষ পরিবারের পাঁচ সদস্য!
আমেদাবাদ বিমান দুর্ঘটনায় (Plane Crash) শেষ যোশী পরিবার
২৪১ জন বিমান যাত্রী, ২৪১ টি ভিন্ন ভিন্ন কাহিনি। এক সফরেই সমস্ত কাহিনি, স্বপ্নে পড়ল পূর্ণচ্ছেদ। বৃহস্পতিবার ওই অভিশপ্ত বিমানেই (Plane Crash) সওয়ার হয়েছিলেন প্রতীক যোশী, স্ত্রী কোমি ব্যাস এবং তাঁদের তিন সন্তান। এদেশের জীবনকে পেছনে ফেলে লন্ডনে এক নতুন ভবিষ্যতের উদ্দেশে রওনা দিয়েছিলেন পাঁচজন। বিমানে বসেই টেকঅফের আগে তুলেছিলেন একটি সেলফি। হাসিমুখে তোলা সেই সেলফিই রয়ে গেল যোশী পরিবারের শেষ স্মৃতি হিসেবে।
লন্ডনে নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন: সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসক প্রতীক যোশী বিগত ছয় বছর ধরে বাস করছিলেন লন্ডনে। তার আগে স্বামী স্ত্রী দুজনেই কাজ করতেন উদয়পুরে হাসপাতালে। কোমি এতদিন উদয়পুরে কাজ করলেও স্বামীর সঙ্গে লন্ডন বাস শুরু করবেন বলে ইস্তফা দিয়েছিলেন হাসপাতালে। পাঁচ বছরের দুই যমজ সন্তান নকুল ও প্রদ্যুৎ এবং বছর আটের মেয়ে মিরায়াকে সঙ্গে নিয়ে বিমানে উঠেছিলেন প্রতীক কোমি। পরিবারের অনেকেই সি অফ করতে এসেছিল। কে জানত ওটাই হবে শেষ দেখা!
আরো পড়ুন : রানওয়ের মাটি ছাড়ার কিছুক্ষণ পরেই বিরাট বিষ্ফোরণ! প্রকাশ্যে দুর্ঘটনার সময়কার CCTV ফুটেজ
ভাইরাল শেষ সেলফি: যোশী পরিবারের শেষ সেলফি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, টেকঅফের (Plane Crash) আগে সেলফিটি তাঁরা পাঠিয়েছিলেন আত্মীয়দের। সেখানে প্রত্যেকের মুখেই নতুন শুরুর আনন্দ, উচ্ছ্বাস স্পষ্ট। তাঁদের আত্মীয় জানান, প্রতীক সম্প্রতিই রাজস্থানের বাঁশওয়াড়ায় এসেছিলেন। সেখান থেকে পরিবারের সকলকে নিয়ে যান আমেদাবাদে। সেখান থেকে ধরেন লন্ডনের বিমান।
আরো পড়ুন : বন্ধুদের কাছে নিলামে তুলেছিলেন স্ত্রীকে! মাত্র ৫৩-তেই প্রয়াত করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর
যোশী পরিবার সূত্রে খবর, প্রায় দশ বছর আগে বিয়ে হয়েছিল প্রতীক এবং কোমির। এক বোনও রয়েছে প্রতীকের। নতুন শুরুর স্বপ্ন নিয়ে তাঁরা চেপে বসেছিলেন বিমানে। যোশী পরিবারের মর্মান্তিক পরিণতি মন ভারাক্রান্ত করে তুলেছে সকলেরই।