বাংলা হান্ট ডেস্ক : বঙ্গের শীত একেবারে দরজায় এসে গেছে, এখন নভেম্বরের মাঝামাঝি তাই হাতেগোনা কয়েকটা দিন পরেই শীত প্রেমীদের জন্য সুখবর আসছে। এমনিতেই এই শীতে ঠকঠক করে কাঁপছে বঙ্গ এমনটাই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সামনেই ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই পার্টি আর পার্টি। তবে ডিসেম্বর মাস ছাড়াও বাঙালি এখন কাজকর্মের তাঁরাই উইকেন্ডে ও বিশ্রামের জন্য পার্টিতে বুঁদ হয়ে থাকে।

আর পার্টির জন্য ডেস্ক বার নাইট ক্লাব তো রয়েছেই। তাই এখন সপ্তাহের শেষে নায়িকাদের পার্টি কিংবা নায়িকাদের লাইফ স্টাইল এ সব দেখে সময় কাটানোর থেকে নিজেরাই মোবাইলে টিক টক ভিডিও করে মন ভরান এবং আনন্দ পান। তাই তো এখন সোশ্যাল মিডিয়ার ওপরেই মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
তাই তো টিভির পর্দায় নায়িকাদের দেখে মন ভরানোর থেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে নায়ক নায়িকাদের মজাদার ছবি ও ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন আজকের ভক্তরা। বিশেষ করে তাঁদের টিক টক ভিডিও, যা এখন রীতিমতো বাজার কাঁপিয়ে রেখেছে।
এ সপ্তাহের উইকেন্ডে উর্বশী রাউতেলা ও স্বপ্না চৌধুরীর তেমনই দুই ধামাল পারফরমেন্স কার্যত কাঁপিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। দুজনের ফাটাফাটি নাচে একেবারে নতুন স্বাদ ইনস্টাগ্রামে। যা নিয়ে রীতিমতো চর্চাও শুরু হয়েছে, স্বপ্ন নাকি ঊর্বশী? সেরার সেরা কে? তা নিয়েও কিন্তু কম জল্পনা হয়নি।
https://www.instagram.com/p/B3u1iVdjMlM/?igshid=byoogcbek4nk





Made in India