বাংলাহান্ট ডেস্ক: দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) মুক্তির পর। ছবিটির সাফল্য দেখে একে একে মুখ খুলছেন বলিউড তারকারা। যদিও প্রথম সারির বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা এখনো মুখে কুলুপ এঁটেই রয়েছেন। তবে যারা ছবিটি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তাঁরা প্রায় সকলেই দাবি করেছেন, দ্য কাশ্মীর ফাইলস সমস্ত দেশবাসীর দেখা উচিত। এবার ছবি নিয়ে প্রতিক্রিয়া দিলেন উরফি জাভেদ (Urfi Javed)।
বিগ বস OTT র প্রাক্তন প্রতিযোগী জানান, তিনি ছবিটি দেখেছেন। ভালোও লেগেছে তাঁর। উরফির কথায়, “আমার মনে হয় কোনো গ্রুপ যদি একটি গল্প বলতে চায় তাতে কোনো ভুল নেই। আমাদের মেনে নিতে হবে যে ওদের সঙ্গে খারাপ কিছু হয়েছিল। আমাদের সেটা মেনে নিতে হবে।”

তিনি আরো বলেন, “আমি ছবিটা আর ভালোও লেগেছে। আমি এখনো বিশ্বাস করি যে এই হিন্দু মুসলিম বিদ্বেষ এবার বন্ধ হওয়া উচিত। কিন্তু ছবিটা ভাল ছিল। আমি জানি যে এটা খুবই বিতর্কিত একটি ছবি কিন্তু আমার মনে হয় ওরা নিজের নিজেদের কাহিনিটা বলতে চায় তাতে কোনো দোষ নেই। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা খুব খারাপ হয়েছিল। ওটা ভুল ছিল। কিন্তু মানুষ এটাকে এখন ঘৃণা ছড়ানোর উদ্দেশে ব্যবহার করুক সেটা চাই না।”
প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহে কার্যত ইতিহাস তৈরি করেছে দ্য কাশ্মীর ফাইলস। একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। বৃহস্পতিবার ৭.২০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, ১৪ তম দিনে এত বেশি আয় বড় বড় ব্লকবাস্টার ছবির ক্ষেত্রেও দেখা যায় না। এখনো পর্যন্ত ২০৭.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। মনে করা হচ্ছে শনি রবিবার ফের ব্যবসা বাড়তে পারে ছবির।





Made in India