বাংলাহান্ট ডেস্ক: উর্বশী রাউতেলা (urvashi rautela) অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।
https://www.instagram.com/p/B_Jya0jAwor/?igshid=ktwbwgbnc4tk
ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে জড়িয়েছে উর্বশীর নাম। কখনও পুলকিত সম্রাট, কখনও আবার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনা গিয়েছে। তবে এসব কিছু ছাপিয়ে গিয়েছিল একটি খবর। বনি কাপুরের সঙ্গে অস্বস্তিকর অবস্থায় বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায় উর্বশীর। সেই নিয়ে তুমুল জলঘোলা হয়েছিল নেটদুনিয়ায়।
https://www.instagram.com/p/B_Rl6V9gi5I/?igshid=gbv20yrbfwxh
এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি উর্বশী দুজনেই। সেখানে অভিনেত্রীকে ঢুকতে দেখে তাঁকে গিয়ে জড়িয়ে ধরেন বনি কাপুর। শুধু তাই নয় বেশ ঘনিষ্ঠ ভাবে ক্যামেরার জন্য পোজও দেন তাঁরা। এত পর্যন্ত তাও ঠিক ছিল। এরপরেই এক অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি হন দুজনে। বনিকে অশ্লীল ভাবে স্পর্শ করতে দেখা যায় অভিনেত্রীকে। ঘটনার আকস্মিকতায় কিছুটা চমকে গেলেও দ্রুত পরিস্থিতি সামলে নেন উর্বশী।
https://www.instagram.com/p/B_uB0koAb2v/?igshid=1auz4yebgr1z9
অবশ্য পরে এই বিষয়টা একেবারেই উড়িয়ে দেন তিনি। এক সাক্ষাৎকারে উর্বশী জানান, শুধুমাত্র একটা ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য ঘটনাটা এমন দেখাচ্ছে। এমনকি ওই ঘটনার পর তিনি প্রচুর ফোন পেয়েছেন। তাঁকে জিজ্ঞাসা করা হত বনির সঙ্গে তাঁর গোপনে কোনও সম্পর্ক আছে কিনা।
অভিনেত্রী জানান, এই ধরনের ঘটনা বলিউডে খুব স্বাভাবিক কিন্তু তিনি বনিকে শ্রদ্ধা করেন। তবে এই কাণ্ডের পর থেকে তাঁকে কিছুটা এড়িয়েও চলেন বলে জানান উর্বশী। এই একটা ঘটনা যে তাঁকে ঢের শিক্ষা দিয়েছে তাও স্বীকার করেন অভিনেত্রী।





Made in India