বাংলাহান্ট ডেস্ক: উর্বশী রাউতেলা (urvashi rautela) অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।
https://www.instagram.com/p/B_jlEN1gKED/?igshid=x7nz8kkiwkv7
https://www.instagram.com/p/B_o1Acng-3G/?igshid=1t2val01gm610
https://www.instagram.com/p/B_eI0ong9nC/?igshid=muwwvutu7mas
লকডাউনে গৃহবন্দি হয়েও একের পর এক ছবি নয়তো ভিডিও শেয়ার করেই যাচ্ছেন উর্বশী। অভিনয়ের পাশাপাশি নাচও বেশ পছন্দের তাঁর। আর নাচে যে তিনি বেশ পারদর্শী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি নাচ প্র্যাকটিসের কিছু ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। আর শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে তা। সেই সঙ্গে বাড়িতে শরীরচর্চা করারও একটি ছবি শেয়ার করেছেন উর্বশী।
https://www.instagram.com/p/B_b3RswgVGm/?igshid=149f7azbjzlsg
https://www.instagram.com/p/B_b86-eAwm2/?igshid=14mmmorq6yxws
প্রসঙ্গত, কিছুদিন আগেই হ্যাক হয়েছিল উর্বশী রাউতেলার ফেসবুক অ্যাকাউন্ট। নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তিনি অনুরাগীদের জানিয়েছিলেন এই বিষয়ে। সেই সঙ্গে সতর্ক করেছিলেন কোনও পোস্টের কোনও উত্তর না দিতে। তাঁর অ্যাকাউন্টে পর্ন ছবির লিঙ্ক পোস্ট করছিল হ্যাকাররা। মুম্বই পুলিসের তরফে উর্বশীকে জানানো হয় তাঁর অভিযোগটি তাঁরা সাইবার পুলিস স্টেশনে জানিয়েছে।





Made in India