বাংলাহান্ট ডেস্ক: উর্বশী রাউতেলা (urvashi rautela) অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।
https://www.instagram.com/p/B_CKBOnBi8C/?igshid=fdadqdeyph8t
https://www.instagram.com/p/B-2HdH5h-I0/?igshid=wfajknd0myyw
https://www.instagram.com/p/B_y-lh2gm1u/?igshid=xa4bgca77l4d
লকডাউনে গৃহবন্দি হয়েও একের পর এক ছবি নয়তো ভিডিও শেয়ার করেই যাচ্ছেন উর্বশী। তবে তাঁর সাম্প্রতিক ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বিছানায় শুয়ে একটি স্বচ্ছ রাতের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। উন্মুক্ত পায়ে পিছলে যাচ্ছে আলো। উষ্ণতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে অভিনেত্রীর এই ছবি।
https://www.instagram.com/p/B_rWpfwgN3N/?igshid=3rufx7d5h0xp
https://www.instagram.com/p/B_HUhYYA32I/?igshid=plltf1t9i38r
ইতিমধ্যেই ৮ লাখের বেশি লাইক পড়ে গিয়েছে তাঁর ছবিতে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উর্বশীকে। এর আগে নাচ প্র্যাকটিসের কিছু ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছিল তা। সেই সঙ্গে বাড়িতে শরীরচর্চা করারও একটি ছবি শেয়ার করেছিলেন উর্বশী।
https://www.instagram.com/p/B_1bc77guFs/?igshid=s0ycnogo3luq
https://www.instagram.com/p/B_uB0koAb2v/?igshid=166qmcjlxs1ef
প্রসঙ্গত, কিছুদিন আগেই হ্যাক হয়েছিল উর্বশী রাউতেলার ফেসবুক অ্যাকাউন্ট। নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তিনি অনুরাগীদের জানিয়েছিলেন এই বিষয়ে। সেই সঙ্গে সতর্ক করেছিলেন কোনও পোস্টের কোনও উত্তর না দিতে। তাঁর অ্যাকাউন্টে পর্ন ছবির লিঙ্ক পোস্ট করছিল হ্যাকাররা। মুম্বই পুলিসের তরফে উর্বশীকে জানানো হয় তাঁর অভিযোগটি তাঁরা সাইবার পুলিস স্টেশনে জানিয়েছে।





Made in India