বাংলা হান্ট ডেস্ক: একসময়ের খ্যতনামা অভিনেত্রী ভাগ্যশ্রী। দীর্ঘদিনের প্রেমিকের সাথে বিয়ের পর সিনে জগৎ থেকে একপ্রকার ছুটিই নিয়েছেন তিনি।তার স্বামী হিমালয় দাশানিকে গ্রেফতার করল আম্বোলি থানার পুলিস। জুয়া খেলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে খবর মিলেছে।
‘মিড ডে’ সূত্রে খবর, এই জুয়া চক্রে যুক্ত থাকার অভিযোগে মোট ১৫ গ্রেফতার হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয়।জানা যায়, তাঁর কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে । গত মাসে এই জুয়া চক্রের খোঁজে আন্ধেরি পশ্চিমের একটি বহুতলে তল্লাশি চালায় পুলিস। সেসময় বেশকয়েকজন গ্রফতারও হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে হিমালয় দাশানির নাম।
পুলিস সূত্রে খবর হিমালয় দাশানি-ই এই জুয়াচক্রের মূল চক্রী। প্রসঙ্গত, সলমন খানের বিপরীতে একসময় বলিউডের সুপার হিট ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র মতো ফিল্মে অভিনয় করেছেন ভাগ্যশ্রী। বিয়ের পর সিনে জগৎ থেকে বিদায় নিলেও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ”তিনি তাঁর পরিবার নিয়ে এতটাই ব্যস্ত, যে অভিনয় ছাড়ার জন্য তাঁর কোনও আফশোস নেই। ”
প্রসঙ্গত ভাগ্যশ্রীর স্বামী হিমালয় দাশানিও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তবে তাঁর সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বেশকিছু ছবিতে প্রযোজক হিসাবেও কাজ করছিলেন।
সম্প্রতি বলিউডে ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাশানিও বলিউডে ডেবিউ করেন। ‘মরদ কো দরদ নেহি হোতা’ ছবিতে অভিনেত্রী রাধিকা মদনের বিপরীতে দেখা যায় অভিমন্যুকে।





Made in India