বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) জনপ্রিয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (Celebraty Cricket League) নিয়ে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ওই লিগের ভিডিও গত কয়েকদিন ধরে বেশ ভাইরাল হচ্ছে। ভক্তরা নাটক, সিনেমা, গান বাজনার জগতের সঙ্গে যুক্ত তারকাদের এই ক্রিকেটার রূপে অভিনব কান্ডকারখানা দেখে বেশ মজা পাচ্ছিলেন। মেহজাবিন, আফরান নিশোরা নিজ নিজ অভিনব ঢঙয়ের খেলায় মাতিয়ে রেখেছিলেন দর্শকদের।
কিন্তু এবার সেলিব্রিটি ক্রিকেট লিগে গন্ডগোল বাঁধলো। ওই লিগের খেলা চলার সময় ২টি দলের সদস্যদের মধ্যে মারামারিতে বাংলাদেশে এখন আহত হলেন ৬ জনপ্রিয় অভিনেতা। গন্ডগোল এতটাই মারাত্মক হয়েছিল যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
গতকাল অর্থাৎ শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে ঢাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালে যাদের ভর্তি করতে হয়েছে বেশ কয়েকজন বেশ বড় শক পেয়েছেন। এমনকী এক তারকাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করতে ঢাকায় আয়োজন করা হয়েছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ৮টি দল। আর সেখানেই ২ পক্ষের মধ্যে বেধেঁছিল সংঘর্ষ। শুক্রবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে প্রযোজক মোস্তাফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা ছিল। কেন্দ্র করে গড়াপেটার অভিযোগ ওঠে এবং হাতাহাতি হয়।
আরও পড়ুন: তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI
সাময়িকভাবে স্টেডিয়ামে উত্তেজনা থিতিয়ে গেলেও পরে গভীর রাতে হোটেলে ফের দুই দল সংঘর্ষের মধ্যে জড়ায়। বেশ কয়েকজনের হাত পা ভাঙ্গে। আহতদের মধ্যে রয়েছেন শিশির সর্দার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ-এর মতো পরিচিত মুখ। মোস্তফা কামাল রাজ-এর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগও আনা হয়েছে।
 
			 





 Made in India
 Made in India