বাংলা হান্ট ডেস্ক:সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝেই শোনা যায় বরুণ ধাওয়ানের নাকি বিয়ে নাতাশা দালালের সঙ্গে। কিছুদিন আগে করণ জোহারের বাড়ির পার্টিতে নাতাশা এবং বরুন ধাওয়ানকে একসঙ্গে দেখা গিয়েছে। তাদের দুজনকে একসঙ্গে দেখলেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বারুনের ভক্তরা জানতে ইচ্ছুক কবে তিনি বিয়ে করছেন? এই বিয়ের কথা শুনলেই বরুনের পরিবার এবং নাতাশার পরিবার এড়িয়ে যান।
কিন্তু এবার শোনা যাচ্ছে দুজনের নাকি এনগেজমেন্ট হয়ে গেছে বিদেশে। একদিন আগেই বাবা ডেভিড ধাওয়ানের কুলি নম্বর ওয়ান-এর রিমেকের শ্যুটিং করতে ব্যাংকক উড়ে গিয়েছেন বরুণ। আর সেই থেকেই গুঞ্জন শুরু এনগেজমেন্টের জন্যই নাকি বিদেশে গিয়েছেন বরুণরা।
সূত্রে খবর, ২০১৮ সালে তাদের দুইজনের এনগেজমেন্ট হয়ে যায় পরিচিতদের মধ্যে। তবে বলিউডের ঘনিষ্ঠদের আমন্ত্রণ করে রবর্তী বিয়ের অনুষ্ঠানটি হতে পারে বছরশেষেই।





Made in India